Advertisement

দেশ

দেশের প্রথম মহিলা CJI হতে পারেন নাগারাথনা, কে ইনি?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Aug 2021,
  • Updated 11:54 AM IST
  • 1/6

আগামী কয়েকবছরের মধ্যে দেশ পেতে পারে প্রথম মহিলা প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে বিচারপতিদের বেশ কয়েকটি খালি পদ রয়েছে। সেই পদের জন্য কলেজিয়ামের তরফে কেন্দ্রের কাছে ৯ জন বিচারপতির নাম পাঠানো হয়েছে। 

  • 2/6

আর সেই নামের তালিকায় রয়েছেন ৩ জন মহিলা বিচারপতি। তাঁদের মধ্যে রয়েছেন কর্ণাটক হাইকোর্টের বিভি নাগারাথনা। যদি কেন্দ্র সরকার সম্মতি দেয়, তাহলে ২০২৭ সালে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন। 

  • 3/6

কলেজিয়ামের তরফে যে ৯ জনের নাম পাঠানো হয়েছে, তাঁরে হলেন-  তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি, কর্ণাটক হাইকোর্টের বিভি নাগারাথনা, গুজরাত হাইকোর্টের বেলা ত্রিবেদী। কলেজিয়াম যে ৬ জন পুরুষ বিচারপতির নাম পাঠিয়েছেন তাঁরা হলেন, সিনিয়র অ্যাডভোকেট পিভি নরসিমা, কর্ণাটক হাইকোর্টের অভয় শ্রীনিবাস ওকা, গুজরাতের বিক্রম নাথ, কেরলেন সিটি রবিকুমার ও মাদ্রাসের এমএম সান্দরেশ। 

  • 4/6

একসপ্তাহ আগেই অবসর নিয়েছেন বিচারপতি রোহিনটন এফ নরিমান। তিনি দেশের পঞ্চম আইনজীবী ছিলেন যিনি শীর্ষ আদালতের বিচারপতি হয়েছিলেন। তাই পিভি নরসিমা-কে দেশের শীর্ষ আদালতে পাঠাতে চায় কলেজিয়াম। 

  • 5/6

সুপ্রিম কোর্টে শেষবার ২০১৯ সালের সেপ্টেম্বরে কোনও বিচারপতির নিযুক্তি হয়েছিল। গত সপ্তাহে বিচারপতি রোহিনটন এফ নরিমানের অবসরের পর এখন শীর্ষ আদালতে ৯ বিচারপতির পদ খালি রয়েছে। 

  • 6/6

B. Venkataramiah Nagarathna- কর্ণাটক হাইকোর্টের এই মহিলা বিচারপতির জন্ম ১৯৬২ সালে। তাঁর বাবা  E.S. Venkataramiah- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। 

Advertisement
Advertisement