৫১ পিঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এবার সেই বিখ্যাত মন্দির সাজল সোনার সাজে।
কামাখ্যা মন্দিরের মূল গম্বুজে ইতিমধ্যে পাশে রয়েছে তিনটি বিরাট কলস। সেই তিনটি কলসীই সোনায় মোড়া হল।
নতুন করে নির্মাণ করা কলসীগুলির আকার আগের তুলনায় বড়। এর জন্য লেগেছে ১৯ কেজি সোনা।
মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে দেওয়া হয়েছে এই সোনা। শেষবার যখন আম্বানি কামাখ্যায় এসেছিলেন, তখনই মন্দির কর্তৃপক্ষকে কথা দিয়েছিলেন, মূল মন্দিরের চূড়া সোনা দিয়ে মুড়ে দিতে যতটুকুই খরচ হবে, তার সবটুকু তিনি দেবেন। সে মতে কথা রেখেছেন আম্বানি।
গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল মন্দিরের চুড়ো সোনা দিয়ে মোড়ার কাজ। অবশেষে বৃহস্পতিবার ভক্তদের সামনে নতুন রূপ সামনে এল।
সারা বছরই ভক্ত সমাগম হয় কামাখ্যা মন্দিরে। কিন্তু করোনার কারণে এবছরের চিত্রটা অন্যান্য বছরের থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ মানুষের ভিড় এবার নেই বললেই চলে। কিন্তু মন্দিরে মায়ের পুজো বন্ধ হয়নি। চিরারচির নিম মেনেই চলছে নিত্যপুজো।
করোনার জন্যে অনেকদিন বন্ধ ছিল মন্দির। অবশেষে গত ১২ অক্টোবর খোলা হয়। মন্দির খোলার পর সুরক্ষাবিধি মেনেই চলছে পুজোপর্ব।
নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির হচ্ছে ৫১ সতীপীঠের অন্যতম। দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। এ কারণেই প্রতিবছর এখানে জাঁকজমকে অম্বুবাচী মেলা হয়। হাজার হাজার ভক্তের আগমণ ঘটে অসমের গুয়াহাটি শহরে। আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা চত্বর।