Advertisement

দেশ

Partial Solar Eclipse 2022: ২৭ বছর পর দীপাবলিতে সূর্যগ্রহণ, বছরের শেষ গ্রহণের সাক্ষী রইল গোটা দেশ, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Oct 2022,
  • Updated 1:45 AM IST
  • 1/10

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ  দেখা গেল মঙ্গলবার। দেশ, বিদেশের নানা প্রান্ত সাক্ষী থাকল বছরের শেষ আংশিক সূর্যগ্রহণের। ২৭ বছর আগে, ১৯৯৫ সালে কালীপুজোর পর দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছিল বাঙালি। দেখা মিলেছিল, হীরের আংটিরও। এ বার ফের কালীপুজোর পর দিন সূর্যগ্রহণ। এই বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ৩০ এপ্রিল। দীপাবলির পরের দিন বছরের শেষ সূর্যগ্রহণ। কোথাও সূর্যগ্রহণের পর গঙ্গাস্নান তো কোথাও চোখে এক্স-রে প্লেট লাগিয়ে বছরের শেষ সূর্যগ্রহণ উপভোগ করতে দেখা গেল।
 

  • 2/10

মথুরায় যমুনার তীরে সূর্যগ্রহণের সময় একত্রিত হন পুণ্যার্থীরা।
 

  • 3/10

পাটনাতেও ২৫ অক্টোবর দেখা মিলল আংশিক সূর্যগ্রহণের। রক্তরঞ্জিত লাল আভায় ঢাকা অর্ধ সূর্য।
 

  • 4/10

কেরালার কোঝিকোড়েতে সায়াহ্নে দেখা গেল আংশিক সূর্যগ্রহণ।

  • 5/10

মুম্বইতেও সূর্যগ্রহণের পর দেখা গেল পুণ্যার্থীদের ভিড়।
 

  • 6/10

সূর্যগ্রহণের পর বারাণসীর গঙ্গায় পুণ্যার্থীদের ভিড়।
 

  • 7/10

তিরুবন্তপুরমে পাজভাঙ্গাদি গণপতি মন্দিরে সূর্যগ্রহণের সময় বন্ধ মন্দিরের দরজা। 
 

  • 8/10

বেঙ্গালুরুতে বাবার কোলে সূর্যগ্রহণ দেখছে ছোট্ট কন্যা।
 

  • 9/10

কলকাতায় রক্তরাঙা আংশিক সূর্যগ্রহণের সাক্ষী রইল এক খুদে।
 

  • 10/10

জম্মুতে গ্রহণের সময় সূর্যপ্রণামের দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। (All Pictures Credits: PTI)

Advertisement
Advertisement