Monsoon Latest News, IMD Rainfall Alert: চৈত্র থেকে তাপে পুড়ছে দেশের কিয়দংশ। উত্তর ভারতে তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। বাংলাতেও ক'দিন আগে গরমে হাঁসফাঁস দশা হয়েছিল। তবে পরপর কালবৈশাখী ও অশনির জেরে বৃষ্টিপাত অনেকটাই স্বস্তি দিয়েছে। যদিও তাপমাত্রা ফের বাড়ার পূ্র্বাভাস রয়েছে। কিন্তু বর্ষা কবে ঢুকবে দেশে? বারিধারার আশায় গোটা দেশ। এমন সময়ে বর্ষা নিয়ে সুখবর শোনাল মৌসম ভবন।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী দেশের দুয়ারে চলে এসেছে বর্ষা। ১৫ মে বর্ষার প্রথম বৃষ্টি হতে চলেছে। ওই দিন বর্ষণ হতে পারে আন্দামান ও নিকোবরে।
১৫ মে থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশের আবহাওয়া দফতর।
মৌসম ভবন জানিয়েছে, আগামী পাঁচ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত হতে পারে। ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কেরল এবং লাক্ষাদ্বীপেও।
সাধারণত ১ জুন থেকে কেরলে বর্ষা শুরু হয়। এবার ৫ দিন আগেই কেরলে শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি। অর্থাৎ ২৬ মে থেকে।
আগামী পাঁচ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ১৪ থেকে ১৬ মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আবহবিদরা জানিয়েছেন, আগাম বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তাড়াতাড়ি বর্ষা দেশে আসলে তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলবে। কমবে তাপমাত্রা।
একটি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১৫ মে এবং ১৬ মে দক্ষিণ আন্দামান সাগরে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার, এমনকি ৬০ কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা।
এদিকে উত্তর ভারতের বেশিরভাগ অংশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রাজস্থানের বারমেঢ়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। রাজস্থান, হরিয়ানা, গুজরাত, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের অন্তত ২৯টি শহরের তাপমাত্রা ৪৪ ডিগ্রি পার করেছে।
বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজস্থানের বারমেঢ়ে- ৪৮.১ ডিগ্রি সেলসিয়াস। ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গঙ্গানগরের। বিকানের এবং জয়সলমেরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কোটা ৪৬.৭ ডিগ্রি সেলসিয়াস, খরগোনে ৪৬.৪ ডিগ্রি, রাজগড় এবং যোধপুরে ৪৬ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা।