২০২০ সালের ৩০ জুন পর্যন্ত তাঁর আয়ের অঙ্ক ২.৮৫ কোটি।বাধ্যতামূলকভাবে সম্পদের যে ঘোষণা করতে হয় তাতে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছিল ২০১৯ সালে অঙ্ক ছিল ২.৪৯ কোটি। যা তুলনামূলকভাবে ৩৬ লক্ষ বেড়েছে।
এই অস্থির সময়ে যখন দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে তখন বিগত এক বছরে প্রধানমন্ত্রীর ব্যাঙ্কে জমা থাকা অঙ্কের পরিমাণ ৩.৩ লাখ এবং নিরাপদ বিনিয়োগ থেকে আয় ৩৩ লাখ টাকা।
জুনের শেষে নরেন্দ্র মোদীর কাছে ক্যাশ ছিল মাত্র ৩১.৪৫০ টাকা। গান্ধীনগর এসবিআই ব্যাঙ্কের এনএসসি ব্রাঞ্চে থাকা সম্পত্তির পরিমাণ ৩ লক্ষ ৩৮ হাজার ১৭৩ টাকা।
সেই ব্রাঞ্চেই এফডিআর ও এমওডি রয়েছে ১ কোটি ৬০ লক্ষ ২৮ হাজার ৯৩৯ টাকা।
পোস্ট অফিসে সেভিংস সার্টিফিকেট বাবদ রয়েছে ৮ লক্ষ ৪৩ হাজার ১২৪ টাকা, জীবন বিমা পলিসি রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯৫৭ টাকা।
ট্যাক্স সেভিং ২০০০০ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ৭৫ লক্ষ।