Advertisement

দেশ

New Parliament Building Inaguration: চোখ ধাঁধানো অন্দরসজ্জা, অপূর্ব নির্মাণশৈলী; দেখুন নতুন পার্লামেন্টের ভিতরের PHOTOS

Aajtak Bangla
  • 28 May 2023,
  • Updated 10:52 AM IST
  • 1/5

প্রধানমন্ত্রীর (Narendra Modi) স্বপ্নের নতুন সংসদ ভবন (new Parliament building) উদ্বোধন হয়ে গেল রবিবার সকালে। হাজারও বিতর্ক, বিরোধীদের অনুষ্ঠান বয়কট-সহ একাধিক বাধাবিপত্তি কাটিয়ে পূজাপাঠ শেষে ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 2/5

জানা গিয়েছে, নতুন সংসদ ভবন উদ্বোধন করতে রবিবার সকাল ৭:১৫ নাগাদ পৌঁছে যান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ আরও অনেকে।

  • 3/5

প্রধানমন্ত্রী পৌঁছনোর পরেই নতুন সংসদ ভবনের মঙ্গল কামনায় পুজো শুরু হয়। ১৫ মিনিট ধরে চলে পূজাপাঠ। এরপর পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে নতুন সংসদ ভবনে স্বর্ণদণ্ড সেঙ্গোল স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 4/5

উদ্বোধনের আগে সর্বধর্ম প্রার্থনা অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন স্পিকার, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
 

  • 5/5

এদিন তাঁর পরনে ছিল সাদা কুর্তা, সোনালি জ্যাকেট এবং তার সঙ্গে রং মিলিয়ে উত্তরীয়। যজ্ঞের মাধ্যমে রবিবার সকাল থেকে নতুন সংসদ ভবনের যাত্রা শুরু হল। তবে এখানেই উদ্বোধনী অনুষ্ঠান শেষ নয়। যাদের হাত ধরে নতুন সংসদ ভবন গড়ে উঠেছে, উদ্বোধন শেষে তাঁদেরও অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, টাটা গোষ্ঠীর উপর এই নতুন সংসদ ভবন নির্মাণের ভার ছিল।

Advertisement
Advertisement