Advertisement

দেশ

সরকারি আতিথেয়তায় 'না', কৃষকরা খেলেন নিজেদের খাবার

Aajtak Bangla
  • 03 Dec 2020,
  • Updated 8:23 PM IST
  • 1/6

দিল্লির বিজ্ঞান ভবনের বৈঠকে সরকারের তরফে দেওয়া দুপুরের খাবার খেলেন না কৃষকরা। তাঁদের জন্য আলাদা করে খাবার আসে গুরুদ্বার থেকে। সাদা রঙের অ্যাম্বুল্যান্সে করে সেই খাবার পৌঁছায়।

  • 2/6

গুরুদ্বার থেকে আসা প্যাক করা খাবার মাটিতে বসেই খেলেন কৃষকরা। 

  • 3/6

এদিনের বৈঠকে কৃষকদের তরফে একমাত্র মহিলা ছিলেন কবিতা কুরুগন্তি। বৈঠকে কৃষকদের হয়ে কৃষি মন্ত্রকের আধিকারিকদের চোখা চোখা প্রশ্ন করেন তিনি। যার জবাব দিতে রীতিমতো বেগ পেতে হয় আধিকারিকদের।

  • 4/6

কবিতা একজন সামাজকর্মী। আশা নামে একটি এনজিও পরিচালনা করেন তিনি। তাছাড়া কবিতা এই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং অল ইন্ডিয়া কিষাণ সংযুক্ত সমিতির সদস্যও। 

  • 5/6

বৈঠকে সরকারের সামনে নিজেদের দাবি সাফ জানান আন্দোলনকারী কৃষকরা। 

  • 6/6

এদিন দীর্ঘ ৭ ঘণ্টা ধরে চলে সরকার ও কৃষকদের ম্যারাথন বৈঠক। 

Advertisement
Advertisement