সংসদের বাদল অধিবেশনে সিএএ (CAA) প্রত্যাহারের আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। চিঠিতে অধীর চৌধুরী লেখেন, "আমি গতকাল আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে, প্রচুর সংখ্যাক পাকিস্তানি হিন্দু ধর্মীয় নিপীড়ন সহ্য করতে না পেরে ভারতে পালিয়ে এসেছিলেন, তাঁরাই এখন পাকিস্তানে ফিরতে বাধ্য হচ্ছেন। কারণ তাঁদের ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত হয়নি।"
লোকসভার বিরোধী দলনেতা চিঠিতে আরও লেখেন, "সিএএ নামক আইনটি ২ বছরেরও বেশি সময় হল পাশ হয়ে গিয়েছে। কিন্তু এখনও আপনি সেটা বাস্তবায়িত করতে সক্ষম হননি। তাই পাকিস্তানি হিন্দুরা হতাশা এবং নিরাশা নিয়ে সেদেশে ফিরে যাচ্ছেন।" অধীর চৌধুরীর মতে, "এই কঠোর আইন বাস্তবায়ন করা যাবে না, কারণ একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে এই আইন। এটি মৌলিক নীতির পরিপন্থী।"
চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অধীর রঞ্জন চৌধুরীর আবেদন, যাতে পাকিস্তান থেকে আসা হিন্দুদের হয়রানির শিকার হতে না হয় এবং তাঁদের যাতে হতাশা নিয়ে পাকিস্তানে ফিরে যেতে না হয় সেই বিষয়ে অবিলম্বে যথাযথ পদক্ষেপ করা হোক।
কিছুদিন আগে অমিত শাহ যা বলেছিলেন
প্রসঙ্গত দিন কয়েক আগে রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেছিলেন, "করোনার ঢেউ শেষ হলেই বাস্তবে সিএএ লাগু হবে। কেউ আটকাতে পারবে না।" এই ইস্যুতে তৃণমূল তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন - মোহিনী একাদশীতে ৪ বছর পর এই শুভ যোগ, জানুন পুজোর নিয়ম