Advertisement

ধর্ম

Astrology Tips : কাজ শুরুর জন্য কোন দিনটি শুভ আপনার জন্য? জেনে নিন

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 23 Jan 2022,
  • Updated 7:06 PM IST
  • 1/9

Astrology Tips: বেশির ভাগ মানুষ শুভ মুহূর্তে নতুন কাজ শুরু করেন। তবে আপনি যদি কোনও পণ্ডিতের সঙ্গে দেখা করার সুযোগ না পেলে বা আপনার রাশি এবং নক্ষত্র দেখানোর সুযোগ না পেলে বা আপনার কাছে পঞ্চাঙ্গ না থাকলে চিন্তার কিছু নেই।

আরও পড়ুন: রোজ জমা করুন ৬৭ টাকা, ৫ বছরে আপনার সন্তান লাখপতি

  • 2/9

কারণ জ্যোতির্বিদ শৈলেন্দ্র পাণ্ডে সে ব্যাপারে আপানাদের জানিয়ে দিচ্ছেন। যদি আপনি রেস্তোরাঁ বা মিষ্টির দোকান খুলতে চান বা জল সংক্রান্ত কোনও ব্যবসা খুলতে চান, তা হলে সোমবার খুব শুভ। সোমবার শুরু করলে আপনি ভাল ফল পেতে পারেন।

আরও পড়ুন: শীতে সুস্থ থাকতে হলে প্রবীণদের মানতেই হবে এই ৫ বিষয়

  • 3/9

যদি আপনি জমি, বাড়ি বা নির্মাণ সংক্রান্ত কোনও কাজ করতে চান, তা হলে আপনাকে বেছে নিতে হবে মঙ্গলবার। সেট আপনার জন্য সবথেকে ভাল দিন।

আরও পড়ুন: এবং ঈপ্সিতার কলমে রাজর্ষির 'লেডি ম্যাকবেথ' মিথিলা! কীভাবে সম্ভব হল?

  • 4/9

টাকাপয়সার লেনদেন, শেয়ার বাজার অথবা কনসালটেন্সি মানে পরামর্শ দেওয়ার হলে, এমন কোনও কাজ শুরু করার হলে বুধবার শুভ দিন। এর কারণ হল বুধের সম্পর্ক রয়েছে ধনসম্পত্তির সঙ্গে। 

আরও পড়ুন: টাক পড়ছে? ছেলেদের মাথায় গজাবে নতুন চুল, উপায় খুঁজে পেলেন বিজ্ঞানীরা

  • 5/9

শিক্ষা, ধর্ম এবং সবজি বা আনাজের সঙ্গে যুক্ত কাজের জন্য শুভ দিন হল বৃহস্পতিবার। এটা আপনার জন্য সবথেকে ভাল দিন।

আরও পড়ুন: উগসর্গ থাকলেই COVID পরীক্ষা করাতে হবে, রাজ্যের কাছে দাবি দিলীপের

  • 6/9

শুক্রকে কলা, প্রতিভা এবং সৌন্দর্যের প্রতীক বলে মানা হয়। আর তাই আপনি যদি ঠিক করেন সৌন্দর্য, প্রসাধন, কাপড়, কেমক্যাল, ওষুধ অথবা পার্লার শুরু করবেন, তা হলে এই দিনটিকে বেছে নিতে হবে আপনাকে।

আরও পড়ুন: কন্ডোম, সোডা-আইস কিউব, অনলাইনে সবথেকে বেশি অর্ডার হয়েছে নিউ ইয়ারে

  • 7/9

আপনি কোনও চাকরি দীর্ঘ সময় ধরে করতে চান বা ধরুন আপনি অনেক দিন ধরে কোনও ব্যবসা করতে চান, তা হলে আপনাকে বেছে নিতে হবে শুক্রবার অথবা শনিবার। এই দুন আপনার জন্য শুভ। 

আরও পড়ুন: COVID বিধি মেনে কামারপুকুরে পালিত কল্পতরু উৎসব, হাজির ভক্তরা

  • 8/9

কাঠের কাজের জন্য, হাসপাতাল, কোনও পদ গ্রহণ করতে হলে অথবা রাজকীয় কোনও কাজ করতে হলে রবিবার বেছে নিন। সূর্যের সম্পর্ক শাসন, ক্ষমতা, কাঠ এবং সরকারি জিনিসের সঙ্গে রয়েছে। তাই এই সব কাজ রবিবার করুন।

 

  • 9/9

সব কাজ শুরু করার জন্য আলাদা-আলাদা মুহূর্ত রয়েছে। তেমনই আলাদা-আলাদা লগ্ন রয়েছে। সকাল সাড়ে এগারোটা থেকে বেলা সাড়ে ১২টা অভিজিৎ মুহুর্ত। এই সময় আপনি নতুন কাজের শুরু করতে পারেন। অভিজিৎ মুহূর্তে শুরু করা কাজ শুভ হয়। তবে বুধবার দিন অভিজিৎ মুহূর্ত থাকে না। এটা মনে রাখতে হবে। 

Advertisement
Advertisement