Advertisement

ধর্ম

ভয়ঙ্কর ভাইরাস থেকে ভিনগ্রহী-হামলা! বাবা ভেঙ্গার ২০২২-র ভবিষ্য়দ্বাণী

Aajtak Bangla
  • 27 Dec 2021,
  • Updated 6:36 PM IST
  • 1/9

৯/১১ হামলা, ব্রেক্সিট থেকে আইসিসের উত্থান। সব অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছেন বুলগেরিয়ার ভবিষ্যদ্বক্তা বাবা ভেঙ্গা। আধুনিক নস্ত্রাদামুস হিসেবেও খ্যাত। বাবা ভেঙ্গা আর বেঁচে নেই। ১৯৯৬ সালে মারা যান তিনি। তবে ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন।

  • 2/9

১২ বছর বয়সে নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন এই ভবিষ্যদ্বক্তা। বাবা ভেঙ্গার দাবি, অন্ধ হওয়ার পর আগে থেকে সমস্ত ঘটনা দেখার ঐশ্বরিক শক্তি পেয়েছেন।

  • 3/9

নতুন ভাইরাস 

করোনা ভাইরাসের মোকাবিলা করছে গোটা বিশ্ব। বাবা ভেঙ্গার ভবিষ্যদ্বাণী সত্য়ি হলে আরও একটি ভয়ঙ্কর ভাইরাসের খোঁজ পাবেন সাইবেরিয়ার গবেষকরা। ওই ভাইরাসটি বরফে জমাট বেঁধে রয়েছে। 

  • 4/9

জল সংকট

নদীতে বাড়বে দূষণ। দুনিয়ার বিভিন্ন শহরে দেখা দেবে আকাল। 

  • 5/9

সুনামি

২০০৪ সালে সুনামির ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভেঙ্গা। ২০২২ সালেও সুনামির পূর্বাভাস দিয়েছেন। তিনি জানিয়ে গিয়েছেন, এশিয়ার বহু দেশ এবং অস্ট্রেলিয়ায় সুনামি আঘাত হানবে। মৃত্যু হবে কয়েক মানুষের। 

  • 6/9

ভারতের জন্য ভবিষ্যদ্বাণী

পঙ্গপাল হামলা করবে ভারতে। ধ্বংস হবে মাঠের ফসল। খরা দেখা দেবে। বাড়বে তাপমাত্রা। তা ছুঁতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াস। 

  • 7/9

ভিনগ্রহীদের হামলা

পৃথিবীকে ধ্বংস করতে 'ওউমুয়ামুয়া' নামে গ্রহাণু নিক্ষেপ করবে ভিনগ্রহের প্রাণীরা। ২০১৭ সালে একটি গ্রহাণু পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যায়। সেটি তারামণ্ডলের বাইরে থেকে পাঠানো হয়েছিল বলে একাধিক প্রমাণ মিলেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অভি লিয়োব দাবি করেছিলেন, বস্তুটি ভিনগ্রহীদের একটি যান। 
 

  • 8/9

ভার্চুয়াল রিয়েলিটি

আর একটি ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিয়েছেন ভেঙ্গা। তিনি বলেছিলেন, ২০২২ সাল হতে চলেছে ভার্চুয়াল রিয়েলিটির যুগ। মানুষ বাস্তবের চেয়ে স্ক্রিনে বেশি চোখ রাখবেন। 

  • 9/9

এর আগে ভেঙ্গা দাবি করে গিয়েছেন, ২০১৬ সালে ইউরোপের দখল নিতে শুরু করবে ইসলামিক কট্টরপন্থীরা। ২০১০ সালে আরব বসন্তের ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিয়েছেন। ৯/১১ হামলা নিয়ে তাঁর আগাম বার্তা ছিল,'ভয়ঙ্কর। স্টিলের পাখিদের হামলায় ভেঙে পড়বেন মার্কিনরা। জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসবে নেকড়েরা। রক্তাক্ত করবে সাধারণ মানুষকে।' 

Advertisement
Advertisement