Advertisement

ধর্ম

Death Symbols: শিব পুরাণের এই ৯ লক্ষণ দেখলে মৃত্যু আসন্ন!

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2021,
  • Updated 3:36 PM IST
  • 1/10

দেবাদিদেব শিবকে (Lord Shiva)  'মহাকাল'  (Shiva) বলা হয়। শিব পুরাণ (Shiv Purana)  অনুসারে, ভগবান শিব অমর। তিনি চিরন্তন এবং অসীম। প্রসঙ্গত, অনেক ধর্মীয় গ্রন্থ এবং পুরাণে শিবের উল্লেখ আছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল শিব পুরাণ। এতে মহাদেব সম্পর্কিত অনেক রহস্যময় বিষয় বলা হয়েছে। শিব পুরাণে মহাদেব, দেবী পার্বতীকে মৃত্যুর (Death) সঙ্গে সম্পর্কিত অনেক লক্ষণ বর্ণনা করেছেন। জ্যোতির্বিদ প্রীতিকা মজুমদারের কাছ থেকে মৃত্যুর এই লক্ষণগুলি সম্পর্কে জানুন। 

  • 2/10

শিব পুরাণ অনুযায়ী যদি কোনও ব্যক্তির চারিদিকে হঠাৎ নীল রঙের মাছি ঘুরে বেড়ায়, তাহলে সেটি মৃত্যুর লক্ষণ। এমনকি কোনও ব্যক্তির মাথার ওপর হঠাৎ করে যদি কাক, পায়রা বা শকুন বসে, তাহলে সেটি খুব অশুভ লক্ষণ। 
 

  • 3/10

যদি কোনও ব্যক্তি মেরু নক্ষত্র বা সৌরজগতের কোন নক্ষত্র দেখতে না পান। এছাড়াও, রাতে রামধনু  কিংবা দুপুরে উল্কা বৃষ্টি দেখতে পান, তাহলে শিব পুরাণ মতে সেটি মৃত্যুর সংকেত। 

  • 4/10

শিব পুরাণে বলা হয়েছে, যদি কারও বাম হাত এক সপ্তাহ ধরে ক্রমাগত নড়তে বা কাঁপতে থাকে, তাহলে এটি এমন একটি চিহ্ন হতে পারে যার অর্থ, সেই ব্যক্তি মৃত্যু কাছাকাছি পৌঁছে গিয়েছেন।

  • 5/10

যাদের মুখ, নাক, কান এবং জিভ সঠিকভাবে কাজ করে না, তাঁরা কয়েক মাসের মধ্যে মারা যেতে পারেন। 

  • 6/10

শিব পুরাণ অনুসারে, যেই ব্যক্তি জল, তেল, ঘি এবং আয়নায় নিজের প্রতিফলন দেখতে পান না, মৃত্যু তাঁর নিকটে রয়েছে। 
 

  • 7/10

যে ব্যক্তি সূর্য ও চন্দ্রকে কালো রূপে কিংবা চারদিকে ঘুরতে দেখেন, তাহলে এটিও নিকটবর্তী মৃত্যুর লক্ষণ। 

  • 8/10

শিব পুরাণ অনুসারে, যখন কোনও ব্যক্তি সূর্য এবং চন্দ্রের চারপাশে লাল বা কালো রঙের উজ্জ্বল বৃত্ত দেখেন। এই ধরনের লক্ষণগুলি মৃত্যুর কাছাকাছি একটি সূচক। 

  • 9/10

যে ব্যক্তি সঠিকভাবে আগুনের আলো দেখতে পান না এবং চারিদিকে ঘন অন্ধকার দেখতে পান, সেই ব্যক্তির মৃত্যু নিকটবর্তী হতে পারে। 

  • 10/10

যদি কোনও ব্যক্তির সম্পূর্ণ শরীর সাদা এবং হলুদ হয়ে যায় বা যদি শরীরে লাল দাগ দেখা যায়, তবে শিব পুরাণ অনুসারে সেই ব্যক্তির মৃত্যু কাছাকাছি হতে পারে।

Advertisement
Advertisement