Advertisement

ধর্ম

Gajan Mela 2022 Hooghly Tarakeshwar : তারকেশ্বরে গাজনে দূর-দূরান্ত থেকে হাজির ভক্তরা, সাহাপুর দিঘিতে ডুব

ভোলানাথ সাহা
  • তারকেশ্বর,
  • 12 Apr 2022,
  • Updated 7:16 PM IST
  • 1/13

Gajan Mela 2022 Hooghly Tarakeshwar: অতিমারী করোনার জন্য় গত দুবছর আয়োজন করা যায়নি। তবে এবার পরিস্থিতি আলাদা। করোনার হতাশা কাটিয়ে বিগত দুই বছরে এই প্রথম গাজন মেলার আয়োজন করা হল।

  • 2/13

দলে দলে ভক্তের আগমন ঘটেছে শৈবতীর্থ হুগলির তারকেশ্বরে। পুণ্যার্থীরা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান করেন পুণ্যলাভের উদ্দেশ্য।

  • 3/13

এর পাশাপাশি মন্দির থেকে এক কিলোমিটার দূরে সাহাপুরে শিবের দিঘিতেও যান। ভক্তরা পায়ে হেঁটে স্নান করতে যান পুণ্যলাভের আশায়। 

আরও পড়ুন: ওয়ার্ক ফ্রম হোম পছন্দ ৮২ শতাংশ কর্মীর, বলছে সমীক্ষা

আরও পড়ুন: বাঁকুড়ার বড়জোড়ায় গরু বাঁধার জায়গাতেও TMC-BJP-র মধ্যে মারামারি, আহত ১২

  • 4/13

সব মিলিয়ে গাজনের মেলা জমজমাট। দুবছর পর আসতে পেরে খুশি মানুষ। তবে দেখা যায়, অনেকেই মাস্ক পরেননি। 

আরও পড়ুন: পলিসি হোল্ডাররা কম দামে পাবেন এলআইসি-র শেয়ার, কীভাবে?

  • 5/13

দেবতার মাথায় জল দেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ে যায়। 

  • 6/13

বর্তমানে চলছে গ্রীষ্মের দাবদাহ। দক্ষিণবঙ্গে নেই এক ফোঁটাও বৃষ্টি। 

আরও পড়ুন: ওজন কমাতে এই ব্যায়ামগুলো বড়সড় বিপদ আনতে পারে, সাবধান!

  • 7/13

তারই মাঝে এ বছরও হাজার হাজার পুণ্যার্থী রোজ পায়ে হেঁটে সাহাপুর দিঘিতে স্নান করতে যাচ্ছেন পুণ্যলাভের আশায়।

আরও পড়ুন: রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে চাকরির সুযোগ, বেতন ১ লক্ষ ৪৪ হাজার টাকার বেশি

আরও পড়ুন: আসছে ভ্যালেন্টাইনস ডে, রইল দেশের সেরা ১০ রোম্যান্টিক জায়গার হদিশ

  • 8/13

রাস্তায় ঊষা সিনেমা তলা সংলগ্ন এলাকায় ভক্তদের জন্য খেজুর, বাতাসা,আঙুর ও জলের বোতল তুলে দিচ্ছেন তারকেশ্বর এলাকার মানুষজন ও স্থানীয়রা সমাজসেবীরা।

  • 9/13

তাঁদেরই একজন স্বপন ক্ষেত্রপাল। রোজই তাঁরা এই কাজ করে চলেছেন। 

  • 10/13

তিনি জানান, মা-বাবার মুখ থেকে শুনে আসছি তারকেশ্বর ভোলে বাবার দুধ পুকুরের পাশাপাশি আর একটি পুকুর রয়েছে।

  • 11/13

এ ব্যাপারে তিনি আরও জানান, আর সেটা হল সাহাপুর দিঘি। ছোটবেলা থেকেই দেখে আসছেন দুধপুকুরের পাশাপাশি ভক্তরা এই দিঘিতে এসে স্নান করেন। প্রচুর মানুষের ভিড় হয় সেখানেও। 

  • 12/13

এখন প্রচুর গরম। তাই আসা যাওয়ার পথে পুণ্যার্থীরা যাতে কোনও রকম জলের সমস্যায় কষ্ট না পান, সেই লক্ষ্যেই এ রকম উদ্যোগ নেওয়া হয়েছে। 

  • 13/13

দূরদূরান্ত থেকে মানুষ এসেছিলেন সেখানে। যেমন সুন্দরবন থেকে হাজির হয়েছিলেন উপেন দাস। সেখানে আসতে পেরে তাঁর খুব ভাল লাগছে, জানান তিনি। 

Advertisement
Advertisement