Advertisement

Loknath Brahmachari: বাবা লোকনাথের এই বাণীগুলি জীবন পথে কাজে লাগবে!

আজ বাবা লোকনাথের (Baba Loknath) তিরধান দিবসে একনজরে দেখে নিন তাঁর কিছু বাণী, যা যে কোনও বিপদে স্মরণ করলে সেই সমস্যা থেকে মুক্তি মেলে বলেই বিশ্বাস। ১৮৯০ খ্রিষ্টাব্দের  ১ জুন, ১৬০ বছর বয়সে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদীতে তিনি দেহ রাখেন।

লোকনাথ ব্রহ্মচারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jun 2021,
  • अपडेटेड 8:03 AM IST
  • লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা ও বিশ্বাস আছে।
  • মনে করা হয়, মাখন ও মিশ্রিতেই সন্তুষ্ঠ হন বাবা।
  • সব বিপদেই তাঁকে স্মরণ করলে রক্ষা করেন তিনি। 

লোকনাথ ব্রহ্মচারী (Loknath Brahmachari), ১৮৯০ খ্রিষ্টাব্দের  ১ জুন, ১৬০ বছর বয়সে বাংলাদেশের নারায়ণগন্জের সোনারগাঁওয়ের বারদীতে তাঁর দেহ রাখেন। আজ বাবা লোকনাথের (Baba Loknath) তিরধান দিবসে একনজরে দেখে নিন তাঁর কিছু বাণী, যা যে কোনও বিপদে স্মরণ করলে সেই সমস্যা থেকে মুক্তি মেলে বলেই বিশ্বাস। 

লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা ও বিশ্বাস আছে। মনে করা হয় সব বিপদেই তাঁকে স্মরণ করলে রক্ষা করেন তিনি। 

লোকনাথ ব্রহ্মচারীর মহামন্ত্র (Loknath Brahmachari Maha Mantra) 

"জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ।"

 

বাবা লোকনাথের বাণী (Loknath Brahmachari Quotes)

* "রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করিয়ো, আমি রক্ষা করিবো"

* সত্য এর মত পবিত্র আর কিছু নেই, সত্যিই স্বর্গ গমন এর একমাত্র সোপান রূপ সন্দেহ নেই।

* যে ব্যক্তি সকলের সুহৃদ। আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী।

* অর্থ উপার্জন করা, তা রক্ষা করা, আর তা ব্যয় করা, সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোন লাভ নেই।

* মন যা বলে শোন,কিন্তু আত্মবিচার ছাড়িস না।কারণ মনের মতন প্রতারক আর কেউ নেই,মহাপুরুষদের বাক্য,শাস্এ বাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়।

আরও পড়ুন: সব বিপদেই রক্ষা করেন লোকনাথ বাবা! 

Advertisement

* ক্রোধ ভাল, কিন্তু ক্রোধান্ধ হওয়া ভাল নয়।

*  দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব; আমি গ্রহণ করবো।

* দু:খ দরিদ্রতায় ভরা সমাজের দু:খ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি।

* তোরা যদি দীর্ঘায়ু হতে চাস্ তাহলে তোদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, সত্যবাদী, ক্রোধবিহীন ও সরল স্বভাব হতে হবে।

* যে ব্যক্তি সকলের সুহৃদ। আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী।

* গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না।

* যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যচারী উদারচিত্ত ভক্তিপরায়ন জিতেন্দ্রিয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করুন।

আরও পড়ুন: লোকনাথ ব্রহ্মচারীকে 'শিব লোকনাথ'ও বলা হয়ে থাকে, কেন জানেন? 

আজও বাবা লোকনাথের অগণিত ভক্তেরা নিষ্ঠা করে তাঁর পুজো করেন। মনে করা হয়, মাখন ও মিশ্রিতেই সন্তুষ্ঠ হন বাবা।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement