Advertisement

Solar Eclipse 2022 : বছরের প্রথম সূর্যগ্রহণ কবে? এখনই দেখে নিন দিনক্ষণ

৩০ এপ্রিল ২০২২-এ রাত্রি ০০:১৫:১৯ থেকে ০৪:০৭:৫৬ পর্যন্ত চলবে সূর্যগ্রহণ (Surya Grahan 2022)। যদিও সেটি ভারত থেকে দেখা যাবে না। দেখা যাবে দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং আন্টার্কটিকা থেকে।

Solar Eclipse 2022
  • বছরের প্রথম সূর্যগ্রহণ ৩০ এপ্রিল
  • দ্বিতীয় সূর্যগ্রহণ ২৫ অক্টোবর
  • প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ ১৬ মে

২০২২ সালে হতে চলেছে ২টি সূর্যগ্রহণ (Solar Eclipse 2022)। প্রথমটি ৩০ এপ্রিল এবং দ্বিতীয়টি ২৫ অক্টোবর। প্রথম সূর্যগ্রহণটি আংশিক এবং সেটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং আন্টার্কটিকা থেকে দেখা যাবে। সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা যাবে না। আর সেই কারণেই এর ধর্মীয় প্রভাব ও সূতক ভারতে গ্রাহ্য হবে না। 

প্রথম সূর্যগ্রহণের সময়
৩০ এপ্রিল ২০২২-এ রাত্রি ০০:১৫:১৯ থেকে ০৪:০৭:৫৬ পর্যন্ত চলবে সূর্যগ্রহণ (Surya Grahan 2022)। যদিও সেটি ভারত থেকে দেখা যাবে না। দেখা যাবে দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং আন্টার্কটিকা থেকে।

দ্বিতীয় সূর্যগ্রহণের সময়
২৫ অক্টোবরের সূর্যগ্রহণটি সন্ধ্যে ১৬:২৯:১০ থেকে ১৭:৪২:০১ পর্যন্ত চলবে। এই সূর্যগ্রহণ ইউরোপ, আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব অংশ, এশিয়ার দক্ষিণ-পশ্চিম অংশ এবং আটলান্টিক থেকে দেখা যাবে। এছাড়া এটি ভারতেরও কিছু জায়গা থেকে দেখা যাবে। তাই ভারতে এর ধর্মীয় প্রভাব ও সূতক গ্রাহ্য হবে। 

চন্দ্রগ্রহণের তারিখ ও সময় 
অন্যদিকে এই বছর প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2022) হবে ১৬ মে। ভারতীয় সময়ে সোমবার সকাল ০৮:৫৯ থেকে ১০:২৩ পর্যন্ত থাকবে গ্রহণের সময়কাল। এই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2022) দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসার, ভারত মহাসাগর এবং আন্টার্কটিকা থেকে দেখা যাবে। তবে ভারত থেকে এটি দেখা যাবে না বলে এখানে এর ধর্মীয় প্রভাব ও সূতক মান্যতা পাবে না। 

আরও পড়ুনLIC-র এই স্কিমে একবার প্রিমিয়াম দিলেই প্রতিমাসে পাবেন ১২ হাজার টাকা


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement