Advertisement

অর্থনীতি

Zomato IPO: ওপেনিংয়েই সেঞ্চুরি, এক ধাক্কায় ১৮ জন কোটিপতি

Aajtak Bangla
  • মুম্বই,
  • 24 Jul 2021,
  • Updated 5:41 PM IST
  • 1/9

ফুড ডেলিভারি চেন অ্যাপ জোমাটো শুক্রবার শেয়ার বাজারে ধামাকাদার এন্ট্রি করল। এক ধাক্কায় জোম্যাটোর ১৮ জন শেয়ারহোল্ডার কোটিপতির তালিকায় নাম উঠিয়ে ফেললেন।

  • 2/9

জোম্যাটো তার আইপিওতে ৭৬ টাকা থেকে প্রায় ৫১ শতাংশ লাফিয়ে বাড়ল। তার সাথেই বিয়েএসইতে ১১৫ টাকাতে লিস্টিং হল। 

  • 3/9

এর সঙ্গেই জোম্যাটো সঙ্গে জড়িত আঠারো জন লোক এক ধাক্কা কোটিপতি হয়ে গেলেন এক ধাক্কাতেই।

  • 4/9

শুক্রবারের ট্রেডিং শেষ হওয়া পর্যন্ত কোম্পানির co-founder এবং সিইও দীপেন্দ্র গোয়েল এর নেট সম্পত্তি ৪ হাজার ৬৫৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছে গেল।

  • 5/9

দীপেন্দ্র-র জোমাটোতে মোট সাড়ে ৫ শতাংশ শেয়ার রয়েছে। যার মধ্যে ই-শপও রয়েছে। এই গ্রোথ দেখে চোখ কপালে শেয়ার বাজারের।

 

  • 6/9

ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট বেরিয়েছে, যা অনুসারে কোম্পানির co-founder এবং চিফ টেকনোলজি অফিসার গুঞ্জন পাতিদার-এর শেয়ার এবং ই-শপ এর দাম ১৯৫ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে।

  • 7/9

জানা গিয়েছে, জোমাটোর শেয়ার শুক্রবার নিজের অরিজিনাল প্রাইস ৭৬ টাকা থেকে ৫১ শতাংশ পর্যন্ত প্রিমিয়ার ১১৫ টাকায় লিস্টিং হয়েছে।

  • 8/9

ট্রেডিং এর শেষে শুক্রবার বিএসই নিজের ওপেনিং প্রাইস ১১৫ থেকে ৯ শতাংশ পর্যন্ত ১২৫ টাকা ৮৫ পয়সায় বন্ধ হয়েছে। এর আইপিওতেও খুব ভাল সাড়া মিলেছে এবং এটিকে ৪০ গুণ বেশি সাবস্ক্রাইব করা হয়েছে।

  • 9/9

রিপোর্টের অনুসারে বলা হয়েছে ২০১৯ সালে co-founder হওয়া এবং সাপ্লাই ফাংশনের হেড গৌরব গুপ্তার স্টক ও ই-শপের দাম ১৭৯ কোটি টাকা হয়ে গিয়েছে। co-founder আকৃতি চোপড়ার ঈশপের দাম ১৫০ কোটি টাকা পৌঁছে গিয়েছে। শুক্রবার এর বাজার বন্ধ হওয়া পর্যন্ত জোমাটোর ফিনান্সিয়াল অফিসার অশান্ত গোয়েল এর সম্পত্তি ১১৪ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।

Advertisement
Advertisement