Advertisement

অর্থনীতি

Zomato IPO: ওপেনিংয়েই সেঞ্চুরি, এক ধাক্কায় ১৮ জন কোটিপতি

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 24 Jul 2021,
  • Updated 5:41 PM IST
  • 1/9

ফুড ডেলিভারি চেন অ্যাপ জোমাটো শুক্রবার শেয়ার বাজারে ধামাকাদার এন্ট্রি করল। এক ধাক্কায় জোম্যাটোর ১৮ জন শেয়ারহোল্ডার কোটিপতির তালিকায় নাম উঠিয়ে ফেললেন।

  • 2/9

জোম্যাটো তার আইপিওতে ৭৬ টাকা থেকে প্রায় ৫১ শতাংশ লাফিয়ে বাড়ল। তার সাথেই বিয়েএসইতে ১১৫ টাকাতে লিস্টিং হল। 

  • 3/9

এর সঙ্গেই জোম্যাটো সঙ্গে জড়িত আঠারো জন লোক এক ধাক্কা কোটিপতি হয়ে গেলেন এক ধাক্কাতেই।

  • 4/9

শুক্রবারের ট্রেডিং শেষ হওয়া পর্যন্ত কোম্পানির co-founder এবং সিইও দীপেন্দ্র গোয়েল এর নেট সম্পত্তি ৪ হাজার ৬৫৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছে গেল।

  • 5/9

দীপেন্দ্র-র জোমাটোতে মোট সাড়ে ৫ শতাংশ শেয়ার রয়েছে। যার মধ্যে ই-শপও রয়েছে। এই গ্রোথ দেখে চোখ কপালে শেয়ার বাজারের।

 

  • 6/9

ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট বেরিয়েছে, যা অনুসারে কোম্পানির co-founder এবং চিফ টেকনোলজি অফিসার গুঞ্জন পাতিদার-এর শেয়ার এবং ই-শপ এর দাম ১৯৫ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে।

  • 7/9

জানা গিয়েছে, জোমাটোর শেয়ার শুক্রবার নিজের অরিজিনাল প্রাইস ৭৬ টাকা থেকে ৫১ শতাংশ পর্যন্ত প্রিমিয়ার ১১৫ টাকায় লিস্টিং হয়েছে।

  • 8/9

ট্রেডিং এর শেষে শুক্রবার বিএসই নিজের ওপেনিং প্রাইস ১১৫ থেকে ৯ শতাংশ পর্যন্ত ১২৫ টাকা ৮৫ পয়সায় বন্ধ হয়েছে। এর আইপিওতেও খুব ভাল সাড়া মিলেছে এবং এটিকে ৪০ গুণ বেশি সাবস্ক্রাইব করা হয়েছে।

  • 9/9

রিপোর্টের অনুসারে বলা হয়েছে ২০১৯ সালে co-founder হওয়া এবং সাপ্লাই ফাংশনের হেড গৌরব গুপ্তার স্টক ও ই-শপের দাম ১৭৯ কোটি টাকা হয়ে গিয়েছে। co-founder আকৃতি চোপড়ার ঈশপের দাম ১৫০ কোটি টাকা পৌঁছে গিয়েছে। শুক্রবার এর বাজার বন্ধ হওয়া পর্যন্ত জোমাটোর ফিনান্সিয়াল অফিসার অশান্ত গোয়েল এর সম্পত্তি ১১৪ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement