Advertisement

অর্থনীতি

GST 2.0-তে সস্তা হতে পারে মিষ্টি-পেস্ট্রি-চকোলেট? উত্‍সবে মিষ্টিমুখের ব্যবস্থা

Aajtak Bangla
Aajtak Bangla
  • 28 Aug 2025,
  • Updated 12:51 PM IST
  • 1/11

মিষ্টিমুখ করতে আর পকেট থেকে গচ্চা দিতে হবে না কাঁড়ি কাঁড়ি টাকা। সুলভেই মিলবে প্রিয় পেস্ট্রি, আইসক্রিম এবং চকোলেট। জানা যাচ্ছে, GST 2.0-তে স্ল্যাব কমতে চলেছে এই ৩ টেস্টি খাবারের। সব কিছু ঠিক থাকলে উৎসবের মরশুমে থেকেই আইসক্রিম, কোকো চকোলেট এবং পেস্ট্রিতে ১৮ শতাংশের বদলে নেওয়া হবে মাত্র ৫ শতাংশ GST। ফলে অনুমান করা হচ্ছে, এই লোভনীয় টেস্টি খাদ্যগুলির দাম কমতে চলেছে। 
 

  • 2/11

এই অনুমান বাস্তবায়িত হলে শীঘ্রই খুদেদের মুখে হাসি ফুটবে। পেস্ট্রি গোটা দেশেই দ্রুত ছড়িয়ে পড়া বেকারি ও ক্যাফে কালচারের অন্যতম মূল আকর্ষণ। সেটিও উল্লেখযোগ্যভাবে সস্তা হয়ে যেতে পারে। একইভাবে, সিরিয়াল ফ্লেক্স, যা বহু শহুরে পরিবারের জন্য ব্রেকফাস্টের একমাত্র অপশন, তার দামও বেশ কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে প্যাকেটজাত খাবার আরও সহজলভ্য হয়ে উঠবে।

  • 3/11

বর্তমানে ১৮% করহার থেকেই সর্বাধিক GST রাজস্ব আসে। ভোগ্যপণ্যের উপর চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে। GST কাউন্সিলে খাদ্যপণ্যের উপর করহার কমানো এবং মুদ্রাস্ফীতির চাপ হ্রাস করার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। 

  • 4/11

তবে এই সুপারিশগুলো এখনও চূড়ান্ত নয়। আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে GST কাউন্সিলের বৈঠক। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুমোদন পেলে এই পদক্ষেপ নিত্যদিনের খাবারের দামের নতুন সংজ্ঞা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং একই সঙ্গে একটি সহজতর GST ব্যবস্থার পথে আরও কটি পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।

  • 5/11

সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই নয়া GST-র হার চালু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে অনেক পণ্যেরই দাম কমিয়ে ক্রেতাকে সুরাহা দেওয়ার পথে হাঁটতে পারে GST কাউন্সিল।  সেপ্টেম্বরের ৩ থেকে ৪ তারিখ নয়াদিল্লিতে বসতে চলেছে কাউন্সিলের বৈঠক। জানা যাচ্ছে, বৈঠকের সিদ্ধান্তের ৫ থেকে ৭ দিনের মধ্যে নোটিশ দিয়ে নয়া GST হার ঘোষণা করা হবে।

  • 6/11


স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দীপাবলির আগেই দেশে আসছে 'নেক্সট-জেনারেশন GST সংস্কার'। লালকেল্লা থেকে তিনি বলেন, 'আমি এই দীপাবলিতে দেশের জনগণকে একটি বড় উপহার দিতে চলেছি। গত আট বছরে আমরা ব্যাপক GST সংস্কার করেছি এবং কর ব্যবস্থা আরও সহজ করেছি। এখন সেই ব্যবস্থার পর্যালোচনার সময় এসেছে। আমরা তা ইতিমধ্যেই সম্পন্ন করেছি। রাজ্যগুলির সঙ্গে আলোচনাও করেছি এই মর্মে। এখন নেক্সট-জেনারেশন GST সংস্কার বাস্তবায়িত করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।'

  • 7/11

জানা গিয়েছে, এই GST সংস্কার পরিকল্পনায় কৃষিপণ্য, স্বাস্থ্য সংক্রান্ত দ্রব্য, হস্তশিল্প ও বিমার উপর কর কমানোর সুপারিশ করা হয়েছে। সরকারের বিশ্বাস, এর ফলে দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে। লালকেল্লা থেকে মোদী বলেছেন, 'ব্যক্তিগত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর কর উল্লেখযোগ্যভাবে কমানো হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উপকৃত হবে, দৈনন্দিন প্রয়োজনের জিনিস সস্তা হবে এবং অর্থনীতিও শক্তিশালী হবে।'

  • 8/11

বর্তমানে GST-এর পাঁচটি প্রধান স্ল্যাব রয়েছে – ০%, ৫%, ১২%, ১৮% ও ২৮%। এর মধ্যে ১২% ও ১৮% হার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং অধিকাংশ পণ্য ও পরিষেবা এর আওতায় পড়ে। নতুন প্রস্তাবে ১২% হার তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এটি তুলে দিয়ে সেই শ্রেণির পণ্যগুলিকে ৫% ও ১৮% ক্যাটেগরিতে নিয়ে আসা হতে পারে।

  • 9/11

 সরকার স্বীকার করছে, করহার কমলে সাময়িকভাবে রাজস্বে প্রভাব পড়তে পারে। তবে দীর্ঘমেয়াদে বিক্রি বাড়বে এবং তাতে ক্ষতিপূরণ হবে বলে আশাবাদী সরকার।  তামাক ও পান মসলার মতো ক্ষতিকর পণ্যের উপর ৪০% GST ধার্যের সুপারিশ করা হয়েছে। সরকারি সূত্রে খবর, এই প্রস্তাব GST কাউন্সিলের কাছে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। 

  • 10/11


সরকার 'জিরো' জিএসটি স্ল্যাবের পরিধি বাড়াতে পারে। এতে অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অন্তর্ভুক্ত করতে পারে, যা এখন পর্যন্ত ৫% এবং ১৮% জিএসটির আওতায় আসে। প্রতিবেদন অনুসারে, এই পণ্যগুলিতে মূলত খাদ্য পণ্য অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে UHT দুধ, প্রি-প্যাকেজড পনির, পিৎজা ব্রেড এবং রুটি 'জিরো' GST স্ল্যাবের আওতায় আনা যেতে পারে।

  • 11/11

তালিকায় আরও অনেক পণ্য রয়েছে যা 'জিরো' স্ল্যাবের আওতায় আনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। রেডি টু ইট রুটির পাশাপাশি, পরোটাও অন্তর্ভুক্ত করা যেতে পারে যার উপর এখনও পর্যন্ত ১৮% জিএসটি প্রযোজ্য। কিন্তু সরকার মন্ত্রীদের গোষ্ঠীর প্রস্তাব অনুসারে এটিকে শূন্য হারের নীচে আনতে প্রস্তুত।

Advertisement
Advertisement