১৫ অগাস্ট লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী GST সংস্কারের কথা বলেছিলেন। তারপর থেকে সেই মর্মে পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। বুধবার থেকে দিল্লিতে
শুরু হতে চলেছে GST কাউন্সিলের বৈঠক। দু'দিনের এই বৈঠকে GST রেটে বদল নিয়ে আলোচনা হবে। চারের বদলে দু'টি ট্যাক্স স্ল্যাবে ভাঙা হতে পারে GST। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা এই ২ দিনের বৈঠকের মধ্যেই।
GST সংস্কারের মাধ্যমে সরকারের উদ্দেশ্য কর পরিকাঠানো আরও সহজতর করে তোলা। যাতে গ্রাহকদের সরাসরি ফায়দা হয়। অনুমান করা হচ্ছে, এই GST রিফর্মের জেরে নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম অনেকটাই কমে যাবে। দুধ, পনির থেকে শুরু করে টিভি-এসি এবং গাড়ি-বাইকও সস্তা হয়ে যাবে।
দেশজুড়ে আলাদা আলাদা কর ব্যবস্থা তুলে দিয়ে ২০১৭ সালের ১ জুলাই থেকে চালু হয়েছিল GST। যদিও বিরোধী পক্ষ এই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সকে সর্বদাই 'গব্বর সিং ট্যাক্স' নাম দিয়ে সরকারকে নিশানা করে। তবে কেন্দ্রের দাবি, এই GST দেশে আর্থিক স্থিতাবস্থা ফিরিয়েছে। এটিকে বড় পদক্ষেপ বলেই মনে করে শাসকদল।
এবার এই GST-কে সংস্কার করে আরও সহজতর করার লক্ষ্য নিয়েছে মোদী সরকার। জোরকদমে চলছে প্রস্তুতি। ট্যাক্স স্ল্যাবের সংখ্যা কমিয়ে একাধিক জিনিস আরও সস্তা করার যুক্তিসঙ্গত পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলেও খবর।
GST কাউন্সিলের বৈঠক শুরুর আগে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, 'GST রিফর্মের লক্ষ্য অর্থব্যবস্থাকে আরও মজবুত করে তোলা। ছোট উদ্যোগপতিরাও যাতে বড় সুযোগ-সুবিধা পায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।'
কেন্দ্র সরকার GST সংস্কারের মাধ্যমে কর পরিকাঠামো ৫%, ১২%, ১৮% এবং ২৮% থেকে নামিয়ে আনতে উদ্যোগী। ১২% ও ২৮% স্ল্যাবগুলি বাতিল করে কেবলমাত্র রাখা হবে ৫% ও ১৮%-এর স্ল্যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর মন্ত্রিসভার বৈঠকেও ১২ এবং ২৮%-এর করের স্ল্যাব বাতিল করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
প্রধানমন্ত্রী এই GST সংস্কারকে দেশবাসীর জন্য দিওয়ালির উপহার বলে উল্লেখ করেছেন। যদিও কর পরিকাঠামোয় এই পরিবর্তন এলে প্রায় ৪০ হাজার কোটি টাকার মুনাফা লোকসান হবে। তবে দেশের আমজনতার জন্য এটি বড় সুখবর।
GST রিফর্ম সংক্রান্ত সমস্ত প্রস্তাব অনুমোদিত হলে নিত্যব্যবহার্য অনেক গুরুত্বপূর্ণ জিনিসই সস্তা হতে চলেছে। এই তালিকায় রয়েছে দুধ, পনির, নোনতা মুখরোচক, সাবান, তেল, জামাকাপড়।
কর পরিকাঠামোয় পরিবর্তন আনা হলে জুতো, টিভি, এসি, মোবাইল এবং গাড়ি-বাইকের দামও কম হতে পারে।
যে সমস্ত জিনিসে GST-র ১২% স্ল্যাবের কমিয়ে ৫% করা হবে, সেগুলিরই দাম কমে যাবে বাজারে। এই তালিকায় পড়বে প্যাকেটজাত খাবার যেমন ভুজিয়া, চিপস, নুডলস, জ্যাম, কেচআপ, প্যাকেটজাত জুস, কাস্টার্ড মিল্ক, ঘি, মাখন, চিজ এবং দুধ ও দুগ্ধজাত পদার্থ।
যে সমস্ত নিত্যব্যবহার্য জিনিসের GST ১৮%, সেগুলিকে ৫%-এর স্ল্যাবে নিয়ে আসার পরিকল্পনা চলছে। বিজনেস টুডের একটি রিপোর্ট অনুযায়ী, এই তালিকায় বেশিরভাগ খাদ্যদ্রব্যই ঢোকানো হয়েছে। জিরো GST-তে ফেলা হতে পারে দুধ, প্রি-প্যাকেজ করা পনির, পিৎজ্জা ব্রেড। পরোটাও যুক্ত হতে পারে এই তালিকায়।
কোকো দেওয়া চকোলেট, ফ্লেক্স, পেস্ট্রি থেকে শুরু করে আইসক্রিমেও লাগু GST স্ল্যাব বদলে কমিয়ে আনা হতে পারে।
শিক্ষা সংক্রান্ত সমস্ত সরঞ্জামও GST মুক্ত করার প্রস্তাব এসেছে সরকারের কাছে। কাউন্সিলের বৈঠকে মানচিত্র, ওয়াটার সার্ভে চার্ট, অ্যাটলাস ম্যাপ, দেওয়ালে টাঙানো মানচিত্র, গ্লোব, মুদ্রিত চার্ট, পেন্সিল শার্পনার, প্র্যাকটিস বুক, গ্রাফ বুক এবং ল্যাবরেটরি নোটবুক GST মুক্ত হতে পারে বলে অনুমান। বর্তমানে এই জিনিসগুলিতে রয়েছে ১২% GST।
এছাড়াও হ্যান্ডলুম প্রোডাক্ট, হাজার টাকার কম দামের জুতো, রেডি মিক্স কংক্রিটে লাগু থাকা GST রেট বদলেরও প্রস্তাব রয়েছে। ২৮% থেকে ১৮%-এ নেমে আসতে পারে AC, TV, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল ফোনের GST স্ল্যাব। ছোট গাড়ি, দু'চাকাতেও শুল্ক প্রায় ১০% কমার সম্ভাবনা।