Advertisement

অর্থনীতি

Gold-Silver Price Today: পর পর তিন দিন! বুধবারেও পড়ল সোনার দর, সস্তা হয়েছে রুপোও

Aajtak Bangla
Aajtak Bangla
  • 15 Sep 2021,
  • Updated 3:56 PM IST
  • 1/7

সোনা সম্পদ। ভবিষ্যতের কথা ভেবে তাই সাধ্য মতো সোনা কিনে রাখেন অনেকেই। সামনের মাস থেকে পুজো আর বিভিন্ন উৎসবকে ঘিরে কেনাকাটা জোর কদমে শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ক্রমাগত কমছে সোনার দাম। বুধবার, সপ্তাহের সপ্তাহের তৃতীয় দিনেও পড়েছে সোনা, রুপোর দর!

  • 2/7

গত সপ্তাহে সোনা, রুপোর দামে বৃদ্ধি দেখা গিয়েছিল। কিন্তু দেশের ফিউচার মার্কেটে আজ (বুধবার) অর্থাৎ সপ্তাহের তৃতীয় ব্যবসায়িক দিনেও সোনা সস্তা হয়েছে, পাশাপাশি পড়েছে রুপোর দামও।

  • 3/7

ঘরোয়া ফিউচার মার্কেটে, বুধবারের প্রাথমিক লেনদেনে সোনার দাম কিছুটা হ্রাস পেয়েছে। বুধবার সকালে, ৫ অক্টোবর, ২০২১-এর ডেলিভারির জন্য সোনা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) প্রতি ১০ গ্রামে ৬৩ টাকা কমে ১০,৯৭৭ টাকা হয়েছে।

  • 4/7

সোনার পাশাপাশি, বুধবার সকালে রুপোর দামও কমেছে। বুধবারের প্রাথমিক লেনদেনে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ৩ ডিসেম্বর, ২০২১-এর ডেলিভারির জন্য রুপো প্রতি কেজিতে ০.২১ শতাংশ বা ১৩৫ টাকা কমে ৬৩,৪৫০ টাকায় পৌঁছেছে।

  • 5/7

বুধবার সকালে বিশ্ব বাজারেও সোনার দাম কমেছে। কমেক্সে, সোনার ফিউচার মূল্য প্রতি আউন্সে ০.১১ শতাংশ বা ২ ডলার কমে ১৮০৫.১০ ডলারে লেনদেন হয়েছে। পাশাপাশি, সোনার স্পট মূল্য প্রতি আউন্সে ০.০৪ শতাংশ বা ০.৭২ ডলার কমে ১৮০৩.৭৯ ডলার হয়েছে।

  • 6/7

বুধবার সকালে বিশ্ব বাজারে রুপোর দামও পড়েছে। এ দিন সকালে কমেক্সে রুপোর ফিউচার মূল্য প্রতি আউন্সে ০.৩৬ শতাংশ বা ০.০৮ ডলার কমে ২৩.৮০ ডলার হয়েছে। পাশাপাশি, সোনার স্পট মূল্য প্রতি আউন্সে ০.৩৪ শতাংশ বা বা ০.৪৮ ডলার কমে ২৩.৭৮ ডলার হয়েছে।

  • 7/7

এদিকে, বুলিয়ান মার্কেটে সোনা ও রুপোর দামে দৈনন্দিন ওঠানামা দেখা যাচ্ছে। ভারতীয় বুলিয়ন বাজারে সপ্তাহের তৃতীয় ব্যবসায়িক দিনে সোনা ও রুপোর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকালে ৯৯৯ বিশুদ্ধ সোনার দর প্রতি ১০ গ্রামে ৩২৩ টাকা বেড়েছে, আর ৯৯৯ বিশুদ্ধ রুপোর দর কেজিতে ১৩৭ টাকা বেড়েছে।

Advertisement
Advertisement