Advertisement

অর্থনীতি

Gold, Silver Price Drop: রেকর্ড পতন সোনার দরে, ৩,০০০ টাকা সস্তা হল রুপো; আজ কলকাতায় কত?

Aajtak Bangla
  • 08 Aug 2023,
  • Updated 4:45 PM IST
  • 1/9

Gold, Silver Price Drop: সোনা-রুপোর দরে ওঠা-নামা অব্যহতই রয়েছে। গত দিন দশেকে দেশের বুলিয়ান বাজারে সোনা-রুপো উভয় ধাতুর দরেই বেশ কিছুটা পতন হয়েছে। সোনা প্রায় ৫০০ টাকা সস্তা হয়েছে, কেজিতে ৩,০০০ টাকা পড়ছে রুপোর দাম।

  • 2/9

শেষ দিন পাঁচেকে সোনার দরে ক্রমাগত উত্থান-পতন চলছে। মঙ্গলবার ফের বেশ কিছুটা কমেছে সোনা-রুপোর দর। চলুন জেনে নিন কলকাতায় এই দু’টি মূল্যবান ধাতুর সর্বশেষ দর...

  • 3/9

মঙ্গলবার, ০৮ অগাস্ট, ২০২৩-এ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা ও রুপো উভয় ধাতুর দামেই রেকর্ড পতন হয়েছে। সোনার দর ০.০৪ শতাংশ এবং রুপোর দর ০.১০ শতাংশ কমেছে।

  • 4/9

আগামী ৫ অক্টোবর, ২০২৩ তারিখের সোনার ফিউচার দর ২৫ টাকা বা ০.০৪ শতাংশ কমে এখন প্রতি ১০ গ্রামে ৫৯,৪৩৪ টাকায় লেনদেন করছে। আগের সেশনের শেষে সোনার দর ছিল ৫৯,৪২০ টাকা।

  • 5/9

একইভাবে, ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের রুপোর ফিউচার দর ৭৪ টাকা বা ০.১০ শতাংশ কমেছে। এই দর পতনের পর রুপো কেজিতে ৭১,২৫৪ টাকায় লেনদেন করছে। আগের সেশনের শেষে রুপোর দর ছিল ৭১,২৬৮ টাকা।

  • 6/9

মঙ্গলবার নয়া দিল্লিতে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর ৫৫,৩০০ টাকা আর রুপোর দর প্রতি কেজিতে ৭৫,০০০ টাকা।

  • 7/9

মুম্বইতে মঙ্গলবার ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর ৫৫,১৫০ টাকা এবং রুপোর দর প্রতি কেজিতে ৭৫,০০০ টাকা।

  • 8/9

কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর আজ ৫৫,১৫০ টাকা আর প্রতি কেজি রুপোর দর ৭৫,০০০ টাকা।

  • 9/9

চেন্নাইতে মঙ্গলবার ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর ৫৫,৫৫০ টাকা আর রুপোর দর প্রতি কেজিতে ৭৮,৩০০ টাকা।

Advertisement
Advertisement