Advertisement

ইউটিলিটি

PPF-এ মাত্র ৪১৬ টাকা জমিয়েই কোটিপতি হওয়া যায়, রইল ফর্মুলা

Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Feb 2023,
  • Updated 6:07 PM IST
  • 1/5

পিপিএফ-এ (PPF Account) বিনিয়োগ করেও হওয়া যায় কোটিপতি। রয়েছে ৪১৬ টাকার এক বিশেষ ফর্মূলা। মনে রাখবেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ যেমন সুরক্ষিত থাকে, তেমনই মোটা অঙ্কের রিটার্নও পাওয়া যায়। 
 

  • 2/5

দেশের সবচেয়ে জনপ্রিয় স্মল সেভিং স্কিমের (Small Savings Scheme) মধ্যে একটি হল হল পিপিএফ। এই স্কিমে অল্প পরিমান অর্থ জমা করেও মোটা টাকা জমানো যায়। প্রতিদিন ৪১৬ টাকা জমিয়ে এবং সেটি পিপিএফ-এ বিনিয়োগ করে ১ কোটিরও বেশি সেভিংস করা যায়। 

  • 3/5

এভাবে প্রতিমাসে ১২,৫০০ টাকা এবং বছরে ১,৫০,০০০ টাকা বিনিয়োগ করা যাবে। একটানা ২৫ বছর ধরে জমালে প্রায় ৩০০ কিস্তিতে ৩৭,৫০,০০০ টাকা জমানো যাবে। 

  • 4/5

২৫ বছর ধরে যে অর্থ জমাবেন তাতে সুদ-সহ ম্যচিউরিটির সময় ১ কোটিরও বেশি টাকা পাওয়া যাবে। পিপিএফ-এ যে সুদ পাওয়া যায় (PPF Interest Rate) এবং ম্যাচিউরিটির পর যে টাকা পাওয়া যায় তাতে কর দিতে হয় না। 
 

  • 5/5

এই স্কিমে ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। বছরে সবচেয়ে বেশি দেড় লক্ষ টাকা পর্যন্ত করা যায় বিনিয়োগ। পোস্ট অফিস-সহ দেশের প্রায় সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে খোলা যায় পিপিএফ অ্যাকাউন্ট। 

আরও পড়ুন - রেল ও পোস্ট অফিসে মাধ্যমিক পাশেই চাকরি, ৪২ হাজারেরও বেশি শূন্যপদ

Advertisement
Advertisement