Advertisement

অর্থনীতি

Petrol, Diesel Prices Today: অগ্নিমূল্য অপরিশোধিত তেল! আজ পেট্রোল-ডিজেলের দাম কোথায় কত?

Aajtak Bangla
  • 09 Feb 2022,
  • Updated 9:52 AM IST
  • 1/10

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯২ ডলার ছাড়িয়েছে। গত ৭ বছরের মধ্যে অপরিশোধিত তেলের দর এটাই সর্বোচ্চ। এই দর আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়ছে।

  • 2/10

তবে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেলেও পেট্রোল-ডিজেলের দাম বিগত ৩ মাস ধরে স্থিতিশীল রয়েছে। চলতি সপ্তাহ থেকে পাঁচটি রাজ্যে ভোট শুরু হচ্ছে। নির্বাচনের কারণে জ্বালানির খুচরা দামে কোনো পরিবর্তন হচ্ছে না বলে মনে করছেন অনেকেই।

  • 3/10

বুধবার সকালে IOCL পেট্রোল ও ডিজেলের নতুন দর জারি করেছে। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…

  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৬ টাকা ৬৭ পয়সা।

  • 5/10

মুম্বইয়ে বুধবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা। 

  • 6/10

কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

  • 7/10

বুধবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪০ পয়সা আর ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।

  • 8/10

এই চার মহানগর ছাড়াও পোর্ট ব্লেয়ারে আজ এক লিটার পেট্রোলের দাম ৮২ টাকা ৯৬ পয়সা আর ডিজেলের দাম ৭৭ টাকা ১৩ পয়সা প্রতি লিটার।

  • 9/10

চণ্ডীগড়ে বুধবার এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা প্রতি লিটার।

  • 10/10

লখনউতে আজ পেট্রোল প্রতি লিটারে ৯৫ টাকা ২৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬ টাকা ৮০ পয়সা।

Advertisement
Advertisement