Advertisement

অর্থনীতি

Share Market Update : চাঙ্গা শেয়ার বাজার, Adani Wilmar-এর স্টক যেন 'রকেট'

Aajtak Bangla
  • মুম্বই,
  • 09 Feb 2022,
  • Updated 11:07 AM IST
  • 1/10

Share Market Update: বুধবার দেশের শেয়ারবাজারে লেনদেন বেশ ভালভাবে শুরু হয়েছে। বাজার প্রি-ওপেন থেকেই বেশ ভাল লক্ষণ দেখাচ্ছে। ব্যবসা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ০.৬০ শতাংশ চড়েছে। এদিন বিএসই সেনসেক্স (BSE Sensex) এবং এনএসই নিফটি (NSE Nifty)- দু'টোই লাভে থাকবে বলে আশা করা হচ্ছে। 

 

  • 2/10

প্রি-ওপেন সেশনে সেনসেক্স (Sensex) ৩৫০ পয়েন্টেরও বেশি ওপরে উঠেছিল। এবং তা ৫৮ হাজার পয়েন্ট অতিক্রম করেছিল। বাজার খোলার পরে এটা সামান্য কমে গিয়েছিল। তবে সেনসেক্স (Sensex) প্রায় ৩৩০ পয়েন্ট বেড়ে ৫৮,১০০ পয়েন্টের ওপরে রয়েছে। কিছুক্ষণ লেনদেনের পর এক পর্যায়ে সেনসেক্সের বৃদ্ধি ৫০০ পয়েন্টি ছাড়িয়েছিল।

  • 3/10

নিফটি ০.৬৫ শতাংশ বৃদ্ধির সঙ্গে ১৭,৩৮০ পয়েন্টের কাছাকাছি ট্রেড করছে। সিঙ্গাপুরের সূচক এসজিএক্স (SGX) নিফটি (Nifty)-র থেকে দেশের বাজার পজিটিভ থাকতে পারে, সেই লক্ষণ ছিল।

 

  • 4/10

আজ আদানি উইলমার (Adani Wilmar)-এর শেয়ারে দারুণ চাহিদা দেখা গিয়েছে। বাজার খোলার সঙ্গে সঙ্গেই এর স্টক ১০ শতাংশ বেড়েছে। অল্প সময়ের মধ্যে, এই স্টকটি ১২.৫০ শতাংশের বেশি বেড়েছে। 

  • 5/10

এবং ৩০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। আদানি উইলমার আইপিও (Adani Wilmar IPO) ২৭ জানুয়ারি খোলা হয়েছিল এবং ৩১ জানুয়ারি বন্ধ হয়েছে। এতে ১৭ গুণের বেশি সাবস্ক্রাইব করা হয়েছে।

 

  • 6/10

মঙ্গলবার আমেরিকার বাজার মুনাফায় ছিল। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ১.০৬  শতাংশ বেড়েছে।, যেখানে এস অ্য়ান্ড পি ৫০০ (S&P 500) ০.৮৪ শতাংশ এবং নাসডাক কম্পোজিট (Nasdaq Composite) ১.২৮ শতাংশ বেড়েছে। 

  • 7/10

এশিয়ার বাজারগুলোও আজ লাভে লেনদেন করছে। জাপানের নিক্কেই (Nikkei) এবং টপিক্স (Topix)- দুই সূচকই ০.৮০ শতাংশের বেশি বেড়েছে। এদিকে রিজার্ভ ব্যাঙ্কের MPC মিটিং চলছে। যার ফল বেরোতে চলেছে আগামীকাল, বৃহস্পতিবার। 

 

  • 8/10

এই বৈঠকে রিভার্স রেপো রেট ০.২০ শতাংশ বাড়িয়ে ৩.৫৫ শতাংশ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশের সবচেয়ে বড় আইপিও-র কাগজপত্র এই সপ্তাহে সেবি-তে জমা হতে চলেছে। এলআইসি আইপিও সম্পর্কে ডিআইপিএএম (DIPAM) সচিব বলেছেন যে এর কাগজপত্র বৃহস্পতিবার বা শুক্রবার জমা দেওয়া যেতে পারে।

  • 9/10

এর আগে মঙ্গলবার টানা ৩ দিন ধরে চলা ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল বাজার। মঙ্গলবার লেনদেন বন্ধ হওয়ার পরে সেনসেক্স ১৮৭.৩৯ পয়েন্ট বেড়ে ৫৭,৮০৮.৫৮-এ বন্ধ হয়েছিল। 

 

  • 10/10

এনএসই নিফটি (NSE Nifty)-ও ০.৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭,২৬৬.৭০ পয়েন্টে বন্ধ হয়েছে। এফপিআই বিক্রির চাপ এখনও বাজারে রয়েছে। অন্যদিকে, বাহ্যিক বাজারের পাশাপাশি কিছু অভ্যন্তরীণ কারণও বাজারকে প্রভাবিত করেছে।

Advertisement
Advertisement