Advertisement

অর্থনীতি

Petrol, Diesel Prices Today: ফের বাড়ল অপরিশোধিত তেলের দর, পেট্রোল, ডিজেলের আজকের দাম কত?

Aajtak Bangla
  • 14 Feb 2022,
  • Updated 9:56 AM IST
  • 1/10

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। সোমবার ব্রেন্ট ক্রুড তেলের ব্যারেল প্রতি ফিউচার দর ফের ১.২ শতাংশ বেড়ে ৯৫.৫৬ ডলার হয়েছে। গত ৭ বছরের মধ্যে এই দর সর্বোচ্চ।

  • 2/10

WTI-এ অপরিশোধিত তেলের দরও ব্যারেল প্রতি ১.৪ শতাংশ বেড়ে ৯৪.৩৮ ডলারে ছুঁয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন মুদ্রাস্ফীতি সংক্রান্ত উদ্বেগ ঘিরে আগামী সপ্তাহে এই দর আরও বাড়তে পারে।

  • 3/10

সোমবারও দেশে পেট্রোল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। এই টানা ১০১তম দিন দেশের পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত রইল। সোমবার IOCL পেট্রোল ও ডিজেলের নতুন দর জারি করেছে। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…

  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৬ টাকা ৬৭ পয়সা।

  • 5/10

কলকাতায় সোমবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা। 

  • 6/10

মুম্বইয়ে আজ প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।

  • 7/10

সোমবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪০ পয়সা আর ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।

  • 8/10

এই চার মহানগর ছাড়াও চণ্ডীগড়ে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা প্রতি লিটার। 

  • 9/10

হায়দরাবাদে সোমবার এক লিটার পেট্রোলের দাম ১০৮ টাকা ২০ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৬২ পয়সা প্রতি লিটার।

  • 10/10

গুয়াহাটিতে আজ পেট্রোল প্রতি লিটারে ৯৪ টাকা ৫৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮১ টাকা ২৯ পয়সা।

Advertisement
Advertisement