Advertisement

অর্থনীতি

Petrol-Diesel Price : ফের পেট্রোল-ডিজেলের সার্জিক্যাল স্ট্রাইক! আরও দামী জ্বালানি

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 22 Oct 2021,
  • Updated 10:39 AM IST
  • 1/12

Petrol Diesel Price Today: ফের খেল দেখাতে শুরু করেছে জ্বালানির দাম! শুক্রবার পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) লিটারে বাড়ল ৩৫ পয়সা করে। বৃহস্পতিবারও দেশে জ্বালানির দাম বেড়েছিল ৩৫ পয়সা করে।

  • 2/12

আর এর জেরে প্রবল সমস্যায় মানুষ। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে প্রভাব পড়েছে।

  • 3/12

কোন শহরে তেলের দাম (Petrol-Diesel Price) কত, তা জানিয়ে দিয়েছে তেল সংস্থাগুলি। সেই তালিকা দেখে জানা যাচ্ছে, জ্বালানির দাম কতটা বাড়ল।

  • 4/12

দাম পৌঁছেছে রেকর্ডে
এর আগে পেট্রোল-ডিজেল (Petrol-Diesel)-কে জিএসটির আওতায় আনার কথা বলা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা করা হয়নি। তবে হবে, তা কেউ জানেন না।

  • 5/12

আর তাই আন্তর্জাতিক বাজারে পেট্রোল-ডিজেলের দাম বাড়লে তার প্রভাব পড়তে পারে ভারতেও। দেশেও জ্বালানির দাম বেড়ে যেতে পারে।

  • 6/12

কোথায় কত দাম
এদিন দেশের সবথেকে বড় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল জানাচ্ছে, দিল্লিতে পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) দাঁড়িয়েছে, ১০৬.৮৯ টাকা এবং ৯৫.৬২ টাকা প্রতি লিটার রয়েছে।

  • 7/12

এদিকে, চার মেট্রো শহরের মধ্যে দাম (Petrol-Diesel Price) সবথেকে বেশি মুম্বইয়ে। সেখানে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম হল ১১২.৭৮ এবং ১০৩.৬৩ টাকা। ঘটনা হল, ভ্যাটের কারণে দেশের বিভিন্ন জায়গায় জ্বালানির দামে তারতম্য হয়।

  • 8/12

কলকাতায় এখন পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৭.৪৪ পয়সা এবং ডিজেলের দাম ৯৮ টাকা ৭৩ পয়সা। চেন্নাইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম ১০৩.৯২ এবং ৯৯.৯২ টাকা প্রতি লিটার।

  • 9/12

মানুষের প্রবল সমস্যা
জ্বালানির দাম (Petrol-Diesel Price) বেড়েই চলেছে। আর এর জেরে নাজেহাল মানুষ। জ্বালানির দাম (Petrol-Diesel Price) বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। তেলের দাম না কমায় সেই সমস্যা কমবে না বলে মনে করা হচ্ছে।

  • 10/12

এসএমএস করে জানুন দাম
পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) কেনকত, তা জেনে নিন এসএমএসের সাহায্যে। তা আপনি যে শহরেরই বাসিন্দা হোন না কেন। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকেরা RSP কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ (9224992249) নম্বরে এসএমএস করলেই হয়ে যাবে।

  • 11/12

মোদী সরকারকে আক্রমণ কংগ্রেসের
জ্বালানির দাম বেড়েই চলায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় কংগ্রেস। দলের নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এর আগে কড়া আক্রমণ করেছেন। জ্বালানির দাম (Petrol-Diesel Price) বেড়ে যাওয়ায় মানুষ নাকাল হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

  • 12/12

এখন সবাই তাকিয়ে কবে দাম কমে। 

Advertisement
Advertisement