রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অমান্য করার জেরে ভারতীয় স্টেট ব্যাঙ্ককে (SBI) ১ কোটি টাকা জরিমানা করা হল। সোমবার দেশের বৃহত্তম ব্যাঙ্ককে এই বিপুল অঙ্কের জরিমানা করে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। বিবৃতি দিয়ে এই তথ্য দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।
তবে হঠাৎ করেই এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। প্রথমে নোটিস পাঠানো হয় স্টেট ব্যাঙ্কে। ওই নোটিসের ভিত্তিতেই নিয়ম না মানার কারণ জানতে চাওয়া হয় স্টেট ব্যাঙ্কের কাছে।
স্টেট ব্যাঙ্কের কাছ থেকে লিখিত ও মৌখিক জবাবের ভিত্তিতে পরবর্তিকালে জরিমানার সিদ্ধান্ত নেয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। ২০১৬ সালের রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা না মানায় স্টেট ব্যাঙ্ককে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছে, এই জরিমানা শুধুমাত্র নির্দেশিকা বিধি লঙ্ঘনের জন্য ই। ব্যা ঙ্ক তার গ্রাহকের সঙ্গে যে লেনদেন করে, তার বৈধতা বা চুক্তির জন্যা নয়। ১৯৪৯ সালের ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন (Banking Regulatory Act)-এর আওতায় এই জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।
তবে স্টেট ব্যাঙ্ক নয়, নিয়ম না মানায় সম্প্রতি একাধিক ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। যেমন, কিছু দিন আগেই RBL ব্যাঙ্ককে ২ কোটি টাকা জরিমানা করেছে RBI।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছে, ২০১৬ সালের জমা অর্থের ওপর সুদের আইনের 28 (h) ধারা না মানায় ব্যাঙ্কের বিরুদ্ধে এই জরিমানা ধার্য করা হয়েছে।