Advertisement

অর্থনীতি

Employment: জুলাই মাসে দেশে বাড়ল কর্মসংস্থান, বাংলার পরিস্থিতি কী?

সুদীপ দে
  • 01 Aug 2022,
  • Updated 11:39 AM IST
  • 1/9

ইকোনমিক থিঙ্ক-ট্যাঙ্ক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) ২০২২ সালের জুন মাসে দেশের কর্মসংস্থানের হারে তীব্র পতনের পর জুলাই মাসে বেশ কিছুটা উন্নতির রিপোর্ট দিয়েছে।

  • 2/9

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১৪ জুলাইয়ের পর থেকে দেশের কর্মসংস্থানের হাল ফিরতে শুরু করে এবং জুনের তুলনায় জুলাই মাসে দেশের সামগ্রিক কর্মসংস্থানের হার প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

  • 3/9

১৪ জুলাই দেশের বেকারত্বের হার ছিল ৭.২৯ শতাংশ। এর আগে ২০২২ সালের জুনে দেশে বেকারত্বের হার ছিল ৭.৮০ শতাংশ। শহর এলাকায় বেকারত্বের এই পরিসংখ্যান ছিল ৭.৩০ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৮.০৩ শতাংশ।

  • 4/9

সিএমআইই-এর তথ্য অনুযায়ী, মে মাসে দেশে বেকারত্বের হার ছিল ৭.১২ শতাংশ। CMIE বলেছে যে, জুন মাসে ভারতের কর্মসংস্থানের পরিসংখ্যান খুবই হতাশাজনক ছিল। কর্মসংস্থান মে মাসে ৪০.৪ কোটি থেকে জুনে ৩৯ কোটিতে নেমে এসেছিল। অর্থাৎ, মে থেকে জুনের মধ্যে দেশের প্রায় দেড় কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন।

  • 5/9

CMIE-এর দেওয়া তথ্য অনুযায়ী, জুন মাসে বেতনভোগীর সংখ্যা প্রায় ২৫ লক্ষ কমেছে। দেশের বেকারত্বের হার জুন মাসের ৭.৮ শতাংশ থেকে কমে ৬.৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ, প্রায় ১ শতাংশ বেড়েছে কর্মসংস্থানের হার।

  • 6/9

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জুলাই মাসে দেশের কর্মসংস্থানের হারে উন্নতি হলেও শহরাঞ্চলে বেড়েছে বেকারত্বের হার। সেই তুলনায় গ্রামাঞ্চলে কর্মসংস্থানের হার অনেকটাই বেড়েছে।

  • 7/9

CMIE-এর দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই মাসে (৩১ জুলাই পর্যন্ত) দেশের শহরাঞ্চলের বেকারত্বের হার জুন মাসের ৭.৩০ শতাংশ থেকে বেড়ে ৮.২১ শতাংশ ছুঁয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে বেকারত্বের হার জুন মাসের ৮.০৩ শতাংশ থেকে কমে ৬.১৪ শতাংশ হয়েছে।

  • 8/9

CMIE-এর তথ্য অনুযায়ী, কর্মসংস্থানের হারে দেশের পরিস্থিতির তুলনায় কিছুটা ভাল পশ্চিমবঙ্গে। জুন মাসের (বেকারত্বের হার ৭.৮) তুলনায় জুলাইতে (বেকারত্বের হার ৬.৮) এ রাজ্যে কর্মসংস্থানের হার ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

  • 9/9

CMIE-এর দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই মাসে (৩১ জুলাই পর্যন্ত) পশ্চিমবঙ্গের বেকারত্বের হার ৬.৮ শতাংশ। কর্মসংস্থানের হারে সবচেয়ে এগিয়ে ছত্তিশগঢ় (বেকারত্বের হার ০.৮)। দেশের সবচেয়ে বেশি বেকার হরিয়ানায়। এই রাজ্যে জুলাই মাসের বেকারত্বের হার ২৬.৯।

Advertisement
Advertisement