Advertisement

অর্থনীতি

Family Pension: পুজোর আগে সুখবর! বাড়ল রাজ্য সরকারি কর্মীদের পারিবারিক পেনশনের পরিমাণ!

জ্যোতির্ময় দত্ত
  • 09 Sep 2021,
  • Updated 1:20 PM IST
  • 1/6

সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অনুযায়ী, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের পেনশন সংক্রান্ত কিছু নিয়মেও পরিবর্তন হতে চলেছে। নতুন নিয়মে অবশ্যই আরও কিছুটা লাভবান হবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা।

  • 2/6

নতুন নিয়মে কোনও কেন্দ্রীয় সরকারী কর্মচারীর মৃত্যুর পর তাঁর পরিবার বা নমিনি ৫০ শতাংশ পেনশন পাবেন। তবে এ ক্ষেত্রে ওই কর্মচারীর চাকরির মেয়াদ অন্তত ৭ বছর হওয়া চাই। এর পাশাপাশি পেনশন পাওয়ার প্রক্রিয়াও আগের থেকে কিছুটা সরল করা হয়েছে।

  • 3/6

মহার্ঘ্যভাতা (DA) এবং মূল্যবৃদ্ধি ত্রাণ (DR)-এর বকেয়াই নয়, সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) প্রভাবে সেপ্টেম্বর থেকে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের Gratuity, Pension, provident fund। আশা করা হচ্ছে, এর ফলে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মীদের পেনশনের অঙ্কটাও বাড়তে চলেছে অনেকটাই।

  • 4/6

কেন্দ্রের পর এবার রাজ্য সরকারের পারিবারিক পেনশন প্রাপকদের ন্যূনতম আয়ের সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতিমাসে সর্বোচ্চ মাসিক ৯ হাজার টাকা রোজগার করলেও পারিবারিক পেনশন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে।

  • 5/6

রাজ্যের অর্থ দপ্তর এই মর্মে নির্দেশিকা জারি করেছে।এরফলে রাজ্যের প্রায় সাত লক্ষ্য পেনশন প্রাপকের পরিবারের সদস্যরা উপকৃত হবেন।উল্লেখ্য সাম্প্রতিক কলে পেনশন, পারিবারিক পেনশনের ক্ষেত্রে ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে।

  • 6/6

পেনশনের ঊর্ধ্বসীমা ৩৫ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লক্ষ ৫০০ টাকা। পারিবারিক পেনশনের ঊর্ধ্বসীমা ২১ হাজার টাকা থেকে বেড়ে হবে ৬০,৩০০ টাকা। রাজ্য সরকারি কর্মচারীদের মৃত্যুজনিত বা অবসরকালীন গ্র্যাচুইটিও ৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছে।

Advertisement
Advertisement