Advertisement

শিক্ষা-দীক্ষা

BRO Recruitment 2022: মাধ্যমিক পাশেই বর্ডার রোডস অর্গানাইজেশনে চাকরির সুযোগ, বেতন ৫৬৯০০ টাকা!

Aajtak Bangla
  • 19 Apr 2022,
  • Updated 1:46 PM IST
  • 1/10

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই পাশ পুরুষদের জন্য কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ রয়েছে। কারণ, তিনশোরও বেশি কর্মী নিয়োগ করছে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। মাসিক বেতন ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 2/10

মোট ৩০২টি শূন্যপদে মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ম্যাসনঅথবা নার্সিং অ্যাসিস্ট্যান্ট) নিয়োগ করছে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই পাশ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

  • 3/10

মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ম্যাসন): মোট শূন্যপদের সংখ্যা ১৪৭টি। মাধ্যমিক অথবা সমতুল বোর্ডের পরীক্ষায় পাশ প্রার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে পাওয়া বিল্ডিং কনস্ট্রাকশন অথবা ব্রিকস মেসনের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

  • 4/10

মাল্টি স্কিল্ড ওয়ার্কার (নার্সিং অ্যাসিস্ট্যান্ট): মোট শূন্যপদের সংখ্যা ১৫৫টি। উচ্চমাধ্যমিক অথবা সমতুল বোর্ডের পরীক্ষায় পাশ প্রার্থীরা নার্সিং বা অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি (ANM)-এর ১ বছরের সার্টিফিকেট কোর্স পাশ অথবা নার্সিং অথবা ফার্মাসির ক্ষেত্রে অন্য কোনও সমতুল বোর্ডের পরীক্ষায় অথবা উচ্চতর যোগ্যতা থাকলে।

  • 5/10

এগুলি ছাড়াও, আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিস বা জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স প্রশিক্ষণ কেন্দ্র থেকে নার্সিং সহকারীর জন্য দ্বিতীয় শ্রেণির কোর্স পাশ করে থাকলেও মাল্টি স্কিল্ড ওয়ার্কার (নার্সিং অ্যাসিস্ট্যান্ট) পদের জন্য আবেদন করতে পারবেন।

  • 6/10

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। ওই দুটি পদের ক্ষেত্রেই নিযুক্তদের মাসিক বেতন ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা।

  • 7/10

প্রার্থী বাছাই করা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা (ট্রেড টেস্ট) এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার কল লেটার পাঠানো হবে ডাকের মাধ্যমে।

  • 8/10

আবেদন করতে হবে নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান পাবেন পিডিএফ -এ। পূরণ করা আবেদনপত্র বিজ্ঞপ্তি নং, তারিখ এবং যে পদের জন্য আবেদন করেছেন তার নাম লিখে এবং এর সঙ্গে যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি দিয়ে, অ্যাকনলেজমেন্ট সহ রেজিস্টার্ড পোস্টে পাঠাতে হবে।

  • 9/10

আবেদনের ফি বাবদ Commandant, GREF Centre, Pune-411 015 -এর অনুকূলে, এসবিআই কালেক্টের মাধ্যমে, ৫০ টাকা দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের এই ফি দিতে হবে না।

  • 10/10

আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়: Commandant, GREF CENTRE, Dighi Camp, Pune– 411 015। আবেদনপত্র ২৩ মে, ২০২২ তারিখের মধ্যে পৌঁছনো চাই। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে অথবা  পিডিএফে।

Advertisement
Advertisement