Advertisement

শিক্ষা-দীক্ষা

10th Pass Government Job Vacancy: লিখিত পরীক্ষা ছাড়াই ২১০০০ শূন্যপদে নিয়োগ, দশম পাশেই সরকারি চাকরি

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Feb 2025,
  • Updated 9:14 PM IST
  • 1/8

আপনার স্বপ্নের চাকরি এখন হাতের নাগালে!
যদি আপনি ১০ম শ্রেণী পাশ হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজে থাকেন, তবে এই সুযোগ একেবারে হারানো উচিত নয়! ভারতীয় ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ ২০২৫ -এর জন্য বিশাল শূন্যপদ ঘোষণা করেছে, যেখানে ২১,৪১৩ পদে নিয়োগ হবে। সবচেয়ে বড় কথা, কোনো লিখিত পরীক্ষা লাগবে না! শুধুমাত্র ১০ম শ্রেণীর নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে নিয়োগ হবে।


 

  • 2/8

আবেদনের সময়সীমা – মিস করবেন না!
এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে এবং ৩ মার্চ ২০২৫ পর্যন্ত চলবে। যদি আবেদনপত্রে কোনো ভুল হয়ে যায়, তবে ৬ মার্চ থেকে ৮ মার্চের মধ্যে তা সংশোধনের সুযোগ থাকবে। আবেদন করতে পারবেন ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in

 

  • 3/8

কোন কোন পদে নিয়োগ হবে?

এই নিয়োগের মাধ্যমে নিম্নলিখিত পদে চাকরির সুযোগ থাকছে –

ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)

অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM)

ডাক সেবক

পোস্ট অনুযায়ী রাজ্যভিত্তিক শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে।

 

  • 4/8

যোগ্যতা – আপনি কি আবেদন করতে পারবেন?

শিক্ষাগত যোগ্যতা:

যে কোনো স্বীকৃত বোর্ড থেকে গণিত এবং ইংরেজি বিষয়সহ ১০ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।

স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এবং ১০ম শ্রেণী পর্যন্ত সেই ভাষা পড়া থাকতে হবে।

  • 5/8

অতিরিক্ত দক্ষতা:

কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে।

সাইকেল চালানোর দক্ষতা থাকা আবশ্যক।

বয়সসীমা – ৫৫ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন!

ন্যূনতম বয়স: ১৮ বছর

সর্বোচ্চ বয়স: ৪০ বছর

তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের ছাড় থাকছে:

SC/ST: ৫ বছরের ছাড়

OBC: ৩ বছরের ছাড়

PwD (প্রতিবন্ধী): ১০ বছরের ছাড়

PwD+OBC: ১৩ বছরের ছাড়

PwD+SC/ST: ১৫ বছরের ছাড় (৫৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে!)

  • 6/8

কীভাবে নিয়োগ হবে?

লিখিত পরীক্ষা নেই!
১০ম শ্রেণীর নম্বরের ভিত্তিতে স্বয়ংক্রিয় মেধাতালিকা তৈরি হবে।
যাদের উচ্চ নম্বর থাকবে, তাদের চাকরির সুযোগ বেশি।

বেতন কাঠামো – সরকারি চাকরির নিশ্চয়তা!

  • 7/8

প্রয়োজনীয় নথি (Documents)

১০ম শ্রেণীর মার্কশিট
পরিচয়পত্র (ID Proof)
কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
PwD সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
EWS সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
ট্রান্সজেন্ডার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
জন্মতারিখের প্রমাণপত্র
স্বীকৃত মেডিকেল সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)

 

  • 8/8

এই সুযোগ হাতছাড়া করবেন না!
যদি আপনি ১০ম পাশ করে ভালো সরকারি চাকরির সন্ধান করেন, তাহলে এটাই সেরা সুযোগ! আর দেরি না করে indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে গিয়ে আজই আবেদন করুন।

Advertisement
Advertisement