Advertisement

শিক্ষা-দীক্ষা

NFL Recruitment 2021: মাধ্যমিক পাশেই ন্যাশনাল ফার্টিলাইজারে চাকরির সুযোগ, ন্যূনতম বেতন ২১,৫০০ টাকা!

Aajtak Bangla
  • 04 Nov 2021,
  • Updated 4:19 PM IST
  • 1/12

নন-এক্সিকিউটিভ (ওয়ার্কার) পদে ১৮৩ জনকে নিচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড। এর মধ্যে রয়য়য়েছে অ্যাটেন্ড্যান্ট গ্রেড-ওয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ফিটার প্রভৃতি ট্রেডের নন-এক্সিকিউটিভ পদ।

  • 2/12

পানিপথ, বাতিন্ডা, বিজয়পুর ইউনিটে এবং মার্কেটিং ডিভিশনের জন্য নন-এক্সিকিউটিভ (ওয়ার্কার) নিয়োগ করছে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...

  • 3/12

যাঁদের নাম, স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলিতে অথবা জেলার সৈনিক রিসেটলমেন্ট বোর্ডে নথিভুক্ত রয়েছে, তাঁরা উল্লেখিত পদগুলির জন্য অনলাইনে আবেদন করবেন। সব পদের ক্ষেত্রেই প্রার্থীদের বয়স ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখের হিসেবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এবার জেনে নেওয়া যাকে কোন পদের জন্য কী যোগ্যতা প্রয়োজন এবং বেতন সম্পর্কে খুঁটিনাটি তথ্য।

  • 4/12

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-টু প্রোডাকশন): মোট শূন্যপদের সংখ্যা ৮৭টি। প্রার্থীদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী অথবা বিএসসি ডিগ্রিধারী হতে হবে। মাসিক বেতন ২৩,০০০ টাকা থেকে ৫৬,৫০০ টাকা।

  • 5/12

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-টু ইনস্ট্রুমেন্টেশন): মোট শূন্যপদের সংখ্যা ১৫টি। প্রার্থীদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ডিপ্লোমাধারী হতে হবে। মাসিক বেতন ২৩,০০০ টাকা থেকে ৫৬,৫০০ টাকা।

  • 6/12

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-টু ইলেক্ট্রিক্যাল): মোট শূন্যপদের সংখ্যা ৭টি। প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী হতে হবে। মাসিক বেতন ২৩,০০০ টাকা থেকে ৫৬,৫০০ টাকা।

  • 7/12

অ্যাটেন্ড্যান্ট (গ্রেড-ওয়ান ইলেক্ট্রিক্যাল): মোট শূন্যপদের সংখ্যা ১৯টি। প্রার্থীদের মাধ্যমিক অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ এবং ইলেক্ট্রিশিয়ান ট্রেডের আইটিআই পাশ হতে হবে। মাসিক বেতন ২১,৫০০ টাকা থেকে ৫২,০০০ টাকা।

  • 8/12

অ্যাটেন্ড্যান্ট (গ্রেড-ওয়ান মেকানিক্যাল) ফিটার: মোট শূন্যপদের সংখ্যা ১৭টি। মাধ্যমিক অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ এবং ফিটার ট্রেডের আইটিআই পাশ হতে হবে। মাসিক বেতন ২১,৫০০ টাকা থেকে ৫২,০০০ টাকা।

  • 9/12

লোকো অ্যাটেন্ড্যান্ট (গ্রেড-থ্রি): মোট শূন্যপদের সংখ্যা ১৯টি। মাধ্যমিক অথবা এসএসএলসি অথবা এসএসসি অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ এবং আইটিআই পাশ হতে হবে। মাসিক বেতন ২১,৫০০ টাকা থেকে ৫২,০০০ টাকা।

  • 10/12

লোকো অ্যাটেন্ড্যান্ট (গ্রেড-টু): মোট শূন্যপদের সংখ্যা ৪টি। মেকানিক্যাল ইঞ্জিনিযারিংয়ের ডিপ্লোমাধারী হতে হবে। মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ: মোট শূন্যপদের সংখ্যা ১৫টি। অ্যাগ্রিকালচারের বি.এসসি পাশ হতে হবে। মাসিক বেতন ২১,৫০০ টাকা থেকে ৫২,০০০ টাকা।

  • 11/12

প্রার্থী বাছাই করা হবে ১৫০ নম্বরের অনলাইন টেস্টে পাওয়া নম্বরের ভিত্তিতে এবং যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ও বয়সের প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে। পরে প্রাথমিক ভাবে বাছাই করা প্রার্থীদের (কোয়ালিফাইং নেচারের) স্কিল (ট্রেড) টেস্ট হতে পারে। অনলাইন টেস্টে সফল হতে প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

  • 12/12

আমাগী ১০ নভেম্বর, বিকেল সাড়ে ৫টার মধ্যে অনলাইনে www.nationalfertilizers.com ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কের মাধ্যমে আবেদন জানাতে হবে। দরখাস্তের ফি বাবদ সকল প্রার্থীকেই ২০০ টাকা দিতে হবে (সঙ্গে ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত)। নিয়োগ সম্পর্কে কোনও প্রশ্ন থাকলে যে কোনও কাজের দিন সকাল ১০টা থেকে সন্ধে ৬টার মধ্যে ফোন করতে পারেন এই 0265-6118197 হেল্পলাইন নম্বরে।

Advertisement
Advertisement