Advertisement

শিক্ষা-দীক্ষা

RBI Grade B Recruitment 2022: প্রায় ৩০০ গ্রেড-বি অফিসার নিচ্ছে RBI, বেতন ৫৫,২০০ টাকা!

Aajtak Bangla
  • 06 Apr 2022,
  • Updated 1:58 PM IST
  • 1/8

প্রায় তিনশতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। গ্রেড-বি জেনারেল অফিসার, গ্রেড-বি ডিইপিআর অফিসার আর গ্রেড-বি ডিএসআইএম অফিসার পদে ২৯৪ জনকে নিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 2/8

গ্রেড-বি জেনারেল অফিসার: মোট শূন্যপদের সংখ্যা ২৩৮টি। অন্তত ৬০ (তফশিলি/ প্রতিবন্ধী হলে ৫০ শতাংশ নম্বর) শতাংশ নম্বর নিয়ে পাশ করা স্নাতক প্রার্থীরা দ্বাদশ শ্রেণি (বা ডিপ্লোমা বা সমমানের) পরীক্ষায় এবং দশম শ্রেণির পরীক্ষাতেও ওই একই শতাংশ হারে নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন।

  • 3/8

গ্রেড-বি ডিইপিআর অফিসার: মোট শূন্যপদের সংখ্যা ৩১টি। অন্তত ৫৫ (তফশিলি হলে ৫০ শতাংশ নম্বর) শতাংশ নম্বর নিয়ে পাশ করা অর্থনীতি অথবা অর্থনীতি অথবা পরিমাণগত অর্থনীতি অথবা গাণিতিক অর্থনীতি অথবা ইন্টিগ্রেটেড ইকোনমিক্স কোর্স অথবা ফিনান্স -এর স্নাতকোত্তর ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন।

  • 4/8

গ্রেড-বি ডিএসআইএম অফিসার: মোট শূন্যপদের সংখ্যা ২৫টি। অন্তত ৫৫ (তফশিলি হলে ৫০ শতাংশ নম্বর) শতাংশ নম্বর নিয়ে পাশ করা পরিসংখ্যান অথবা গাণিতিক পরিসংখ্যান অথবা গাণিতিক অর্থনীতি অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান এবং তথ্যবিদ্যা -এর স্নাতকোত্তর ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন।

  • 5/8

১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গ্রেড-বি পদে নিযুক্তদের বেতন ৫৫,২০০ টাকা থেকে ৯৯,৭৫০ টাকা।

  • 6/8

প্রার্থী বাছাই করা হবে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা হবে জাতীয় স্তরে।

  • 7/8

ফি বাবদ ৮৫০ টাকা দিতে হবে। তফশিলি, প্রতিবন্ধী অথবা প্রাক্তন সেনাকর্মী হলে ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। রিজার্ভ ব্যাঙ্কের স্টাফ হলে কোনও ফি দিতে হবে না।

  • 8/8

ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে https://www.rbi.org.in ওযেবসাইটের মাধ্যমে। আবেদন করা যাবে ১৮ এপ্রিল, সন্ধে ৬টার মধ্যে। এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

Advertisement
Advertisement