Advertisement

শিক্ষা-দীক্ষা

Visva-Bharati University SFI Protest : হস্টেল খুলতে হবেই,' ফের বেড়া ডিঙিয়ে VC-র অফিসের সামনে এসএফআই

ভাস্কর মুখোপাধ্যায়
  • শান্তিনিকেতন,
  • 23 Feb 2022,
  • Updated 5:48 PM IST
  • 1/10

Visva-Bharati University SFI protest: ফের ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)-এ । অবিলম্বে ছাত্রাবাস বা হস্টেল খুলতে হবে। এই দাবিতে বুধবার সকাল থেকে শুরু হয় বিক্ষোভ। বেড়া টপকে উপাচার্যের দফতরের সামনে ঢুকে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা (ফাইল ছবি)

আরও পড়ুন: বাঁশ চাষ করে হয়ে যান মালামাল, টাকা দেবে সরকারও, দেরি কীসের!

  • 2/10

রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে খুলে যায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী  (Visva-Bharati University)। কিন্তু ছাত্রাবাসগুলো এখন বন্ধ রয়েছে। বিশ্বভারতী একটা বড় অংশের পড়ুয়া বাইরে থেকে আসে। 

আরও পড়ুন: নোট লিখে পড়শি যুবককে নিয়ে পালালেন বউদি, ডানকুনিতে শোরগোল

  • 3/10

তাঁরা ছাত্রাবাসে থেকে পঠন-পাঠন করে থাকে। পড়ুয়াদের দাবি, অবিলম্বে ছাত্রাবাসগুলো খুলতে হবে। এছাড়া এত দিন অনলাইনে পঠন-পাঠন হয়েছে। তাই এবছর অনলাইনেই পরীক্ষা নিতে হবে, অফলাইনে নয় (ফাইল ছবি)

 

  • 4/10

এমনকী পাঠভবন ও শিক্ষাসত্রের ক্লাস না হওয়ায় পড়ুয়াদের পাঠ্যক্রম শেষ হয়নি। তাই তাঁদের পরীক্ষা পিছিয়ে দিতে হবে। 

  • 5/10

এই তিন দফা দাবিতে বিশ্বভারতী  (Visva-Bharati University) কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। পরে বেড়া টপকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দফতরের সামনে বসে বিক্ষোভ শুরু হয়। ছাত্র বিক্ষোভে কার্যত উত্তাল বিশ্বভারতী (ফাইল ছবি)

 

  • 6/10

পড়ুয়াদের মধ্যে শুভ নাথ, পপি বাউড়ি বলেন, "হস্টেল না খুললে বাইরের ছাত্রছাত্রীরা খুব সমস্যায় পড়ছে। বাইরে থেকে এখানে এসে এত ঘর ভাড়া দিয়ে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। অনলাইন পড়ানো হয়েছে, সিলেবাসও শেষ হয়নি। এখন অফলাইনে পরীক্ষা নেব বলছে। এতেও সমস্যা হবে। অনেকে এখনও আসতেই পারেনি। এই দাবিতে আমাদের বিক্ষোভ।"

  • 7/10

এর আগে হস্টেল খোলার দাবিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)-এ এসএফআই (SFI), তৃণমূল ছাত্রপরিষদ (TMCP)-এর আন্দোলনে নেমেছিল। বেড়া টপকে কেন্দ্রীয় অফিসে ঢুকে পড়েছিলেন ছাত্রছাত্রীরা।

 

  • 8/10

রাজ্য রাজনীতির সমীকরনের বাইরে অন্য ছবি। বিশ্বভারতী (Visva-Bharati University)-তে আন্দোলনে একসঙ্গে শামিল টিএমসিপি (TMCP) ও বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)। বিশ্বভারতী (Visva-Bharati University)-তে হোস্টেল খোলা ও অনলাইনে পরীক্ষার দাবিতে এই আন্দোলন।

  • 9/10

কিছুদিন পরেই পুরসভা নির্বাচনের আগেই এমন দুই ছাত্র সংগঠনের একসঙ্গে আন্দোলন বিজেপির হাতে নতুন অস্ত্র তুলে দেওয়া হল বলেই মনে করছে রাজনৈতিক মহল (ফাইল ছবি)

  • 10/10

তবে হস্টেল খোলার দাবিতে ফের আন্দোলনে নাম এসএফআই (ফাইল ছবি)

Advertisement
Advertisement