Advertisement

ইউটিলিটি

West Bengal Student Credit Card: বাংলায় শুরু হল Student Credit Card বিতরণ, আবেদন করবেন কীভাবে?

জ্যোতির্ময় দত্ত
  • 24 Feb 2022,
  • Updated 2:32 PM IST
  • 1/7

আজ রাজ্যের হাজার হাজার পড়ুয়াদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হচ্ছে। এই কার্ড পড়ুয়াদের হাতে তুলে দিতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রায় ২০ হাজার পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে শিক্ষা দফতর।

  • 2/7

বাংলার পড়ুয়ারা এই কার্ডের (Student Credit Card) সাহায্যে তাঁদের উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। শুধুমাত্র স্কুল-কলেজে পঠনপাঠনের খরচই নয়, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ে ভর্তির ক্ষেত্রেও।

  • 3/7

প্রায় পাঁচ হাজার ছাত্র ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত আছেন। এখন ১৪টা ব্যাঙ্ক এই প্রকল্পে অংশ নিয়েছে। প্রায় সব কটা বড় ব্যাঙ্ক অংশ নিয়েছে। কো-অপারেটিভ ব্যাঙ্কও এই প্রকল্পে অংশ নিয়েছে। অনেক গরীব ছেলে-মেয়েরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে।

  • 4/7

খুব কম সুদে পনেরো বছরের মেয়াদে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহজে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রায় ২০ হাজার পড়ুয়ার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক মঞ্জুর করেছে।

  • 5/7

ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ১৫৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লেখাপড়ার যাবতীয় খরচ এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের থেকে পাওয়া ঋণ থেকেই মিলবে। এর জন্য পড়ুয়াদের আলাদা ভাবে কোনও গ্যারান্টার লাগবে না। কারণ, এই ঋণের ক্ষেত্রে পড়ুয়াদের গ্যারান্টার হচ্ছে রাজ্য সরকার।

  • 6/7

কোথায়, কী ভাবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন? ইচ্ছুক পড়ুয়ারা রাজ্যের শিক্ষা দপ্তরের পোর্টালের (www.wb.gov.in) মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এছাড়াও, wbscc.wb.gov.in-এর মাধ্যমেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে।

  • 7/7

শিক্ষা দপ্তরের পোর্টাল ছাড়াও টোল ফ্রি নম্বরে ফোন করে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের (Student Credit Card) সম্পর্কে তথ্য পেতে পারেন। সে জন্য এই নম্বরে 18001028014 ফোন করলে এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এখান থেকে তথ্য জেনে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সঠিক ভাবে আবেদন করা যাবে। 

Advertisement
Advertisement