Advertisement

শিক্ষা-দীক্ষা

WBHRB Recruitment 2022: বাংলার নার্সিং স্কুল, কলেজে ১৬৫ ওয়ার্ডেন নিয়োগ, বেতন ২৫,২০০ টাকা

Aajtak Bangla
  • 28 Jun 2022,
  • Updated 11:19 AM IST
  • 1/8

রাজ্যের একাধিক নার্সিং কলেজ, নার্সিং ট্রেনিং স্কুলের জন্য ওয়ার্ডেন পদে ১৬৫ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)। আবেদনের জন্য হাতে আর মাত্র ২ দিন পড়ে রয়েছে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 2/8

রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ-এর অধীনস্ত নার্সিং কলেজ, স্কুলগুলিতে অস্থায়ী পদে নিয়োগ করা হবে। তবে পরবর্তিতে পদগুলিতে নিযুক্তদের স্থায়ী করা হতে পারে।

  • 3/8

মোট ১৬৫টি শূন্যপদে ওয়ার্ডেন নিয়োগ করছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)। এর মধ্যে ১৫৯টি আসনে মহিলাদের এবং ৬টি আসনে পুরুষদের নিয়োগ করা হবে।

  • 4/8

মাধ্যমিক অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ মহিলা ও পুরুষ প্রার্থীরা ওয়ার্ডেন পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারিদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

  • 5/8

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের উর্ধ্বসীমায় ৩-৫ বছরের ছাড় পাবেন। ওয়ার্ডেন পদে নিযুক্তদের বেতন ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা। এর সঙ্গে গ্রেড পে বাবদ মিলবে ২,৬০০ টাকা।

  • 6/8

প্রার্থী বাছাই করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় ৮৫ নম্বর সহ পাশ করতে হবে সঙ্গে ইন্টারভিউয়ের জন্য আলাদা করে ১৫ নম্বর ধরা রয়েছে। এই দুইয়ের ভিত্তিতেই যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে।

  • 7/8

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে ফি বাবদ ১৬০ টাকা দিতে হবে। এই ফি দিতে হবে গভার্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম (GRPS)-এ অংশগ্রহণকারী ব্যাঙ্কের মাধ্যমে। তবে তফশিলি এবং প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না।

  • 8/8

অনলাইন রেজিস্ট্রেশন এবং আবেদনটি জমা দিতে হবে ৩০ জুনের মধ্যে www.wbhrb.in ওযেবসাইটের মাধ্যমে। এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে আর পিডিএফ-এ (ক্লিক করুন)

Advertisement
Advertisement