BARC Recruitment 2022: কেন্দ্রীয় সরকারি চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC) GATE 2022 স্কোরের মাধ্যমে গ্রুপ এ পদে রেজিস্ট্রেশনের তারিখ বাড়িয়েছে। এখন আবেদন করার শেষ তারিখ বেড়ে হয়েছে ২১ ফেব্রুয়ারি।
অনলাইনে আবেদন করা যাবে। যে সমস্ত আগ্রহী এবং যোগ্য প্রার্থী এখনও আবেদন করেননি, তাঁরা BARC-এর অফিসিয়াল সাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। সেই ওয়েবসাইটটি হল barconlineexam.in।
শূন্যপদের বিবরণ
এই নিয়োগ প্রক্রিয়ায় ওই সংস্থায (BARC) সায়েন্টিফিক অফিসারের শূন্যপদ পূরণ করবে।
কীভাবে আবেদন করতে হবে
গুরুত্বপূর্ণ তারিখ
আরও পড়ুন: পঞ্জাবের প্রিয় 'সর্ষো দা শাগ' পুষ্টিগুণে ভরপুর, ভাল রাখে চুল-ত্বক