Patna High Court Recruitment 2022: পাটনা হাইকোর্ট চাকরির দারুণ সুযোগ তৈরি হয়েছে। সেখানে চুক্তির ভিত্তিতে ব্যক্তিগত সহকারী পদে নিয়োগ করা হবে। সে জন্য আবেদনপত্র আহ্বান করেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে ব্যক্তিগত সহকারীর 45 টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা 5 মে 2022-এর মধ্যে পাটনা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট patnahighcourt.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। এসব পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15 এপ্রিল থেকে।
পাটনা হাইকোর্টে চাকরি (Patna High Court Recruitment 2022): গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরুর তারিখ- 15 এপ্রিল 2022
অনলাইন আবেদনের শেষ তারিখ- 5 মে 2022
পাটনা হাইকোর্টে চাকরি (Patna High Court Recruitment 2022): শিক্ষার যোগ্যতা
ব্যক্তিগত সহকারীর এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া প্রার্থীর ইংরেজি শর্ট হ্যান্ড এবং ইংরেজি টাইপিংয়ের সার্টিফিকেট থাকতে হবে।
প্রার্থীকে ইংরেজি শর্ট হ্যান্ডে 80 wpm এবং ইংরেজি টাইপিংয়ে 40 wpm লেখার গতি থাকতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে 6 মাসের ডিপ্লোমা থাকতে হবে।
আরও পড়ুন: উ অন্তভা-র কোরিওগ্রাফার নাচলেন 'কাঁচা বাদাম'এ , Video Viral
আরও পড়ুন: চাঙ্গা শেয়ার বাজার, Adani Wilmar-এর স্টক যেন 'রকেট'
আরও পড়ুন: টুইটারে এবার বড়সড় পোস্ট করা যাবে? সম্ভাবনা তেমনই
পাটনা হাইকোর্টে চাকরি (Patna High Court Recruitment 2022): বয়সের সীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 37 বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণীর জন্য শিথিলকরণ দেওয়া হয়।
পাটনা হাইকোর্টে চাকরি (Patna High Court Recruitment 2022): বেতন সীমা
ব্যক্তিগত সহকারী পদের জন্য নির্বাচিত প্রার্থীদের 6 মাসের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এই সময়ে তাঁদের প্রতি মাসে 30,000 হাজার টাকা বেতন দেওয়া হবে। চুক্তির সময় কোন ভাতা প্রদেয় হবে না।
পাটনা হাইকোর্টে চাকরি (Patna High Court Recruitment 2022): আবেদন ফি
এই নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে কোনও আবেদন ফি নেওয়া হবে না।
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে এখানে ক্লিক করুন।
এখানে আবেদন করার সরাসরি লিঙ্ক আছে।