Advertisement

SBI Recruitment 2021 : এসবিআই-তে চাকরির সুযোগ, বেতন ৬৪ হাজার টাকা পর্যন্ত

SBI Recruitment 2021: আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়মে যাঁদের যাঁদের বয়সে ছাড় পাওয়ার কথা, তাঁরা পাবেন।

এসবিআই-তে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)এসবিআই-তে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Dec 2021,
  • अपडेटेड 11:43 PM IST
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একগুচ্ছ চাকরির সুযোগ
  • সে ব্য়াপারে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নোটিশ প্রকাশ করেছে
  • সার্কল বেসড অফিসার পদে নিয়োগ করা হবে

SBI Recruitment 2021: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-য় একগুচ্ছ চাকরির সুযোগ। সে ব্য়াপারে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নোটিশ প্রকাশ করেছে। সার্কল বেসড অফিসার পদে নিয়োগ করা হবে। স্নাতক পাশ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বিস্তারিত তথ্য নোটিশে রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-র এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে। সেখানে মোট শূন্যপদের সংখ্যা ১,২২৬। এর মধ্যে রেগুলার ভ্যাকান্সি রয়েছে ১,১০০টি পদে। আর আগের শূন্যপদ ১২৬টি। 

আরও পড়ুন

আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়মে যাঁদের যাঁদের বয়সে ছাড় পাওয়ার কথা, তাঁরা পাবেন।

এই পরীক্ষার জন্য আবেদনের খরচ ৭৫০  টাকা। জেনারেল, ইডব্লুএস, ওবিসি প্রার্থীদের আবেদন খরচ লাগবে। তবে এসসি, এসটি এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের আবেদনের জন্য কোনও খরচ লাগবে না।

পরীক্ষা হবে অনলাইনে। সেটি লিখিত পরীক্ষা। এরপর হবে ইন্টারভিউ। স্নাতক পাশ করেছেন, এমন প্রার্থীরা আবেদন করতে পারেন। আবদনের শেষ দিন ২৯ ডিসেম্বর।

আবেদনকারীদের কাছে আর্জি জানানো হয়েছে, নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে। এবং যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে, তা দিতে। সেগুলি জমা করার পর একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে। যাতে ভবিষ্যতে তা দেখানোর দরকার পড়তে দেখানো যায়।

Advertisement

পরীক্ষা, ইন্টারভিউ হওয়ার পর মেধাতালিকা তৈরি করা হবে। সেই তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে। বেতন ৩৬ হাজার টাকা থেকে ৬৩,৮৪০ টাকা। 

আবেদন করার জন্য এখানে ক্লিক করুন

সরকারি নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে ক্লিক করুন

 

Read more!
Advertisement
Advertisement