Advertisement

ফের শিরোণামে মদন, এবার প্রাক্তন পরিবহনমন্ত্রীর নামে পোস্টার সোনারপুরে

এননিতেই শুভেন্দু অধিকারীকে নিয়ে ধোঁয়াশায় রয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে তাঁর নামে পড়ছে পোস্টার। শুভেন্দু অধ্যায়ের ইতি না পড়তেই মমতা মন্ত্রিসভার আরেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় রক্তচাপ বাড়িয়ে দিয়েছেন। শহরের নামা প্রান্তে তার পোস্টার নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। আর এই আবহেই ফের চর্চায় তৃণমূলের আরেক নেতা মদন মিত্র।

Madan Mitra
প্রসেনজিৎ সাহা
  • কলকাতা,
  • 15 Dec 2020,
  • अपडेटेड 10:02 AM IST
  • ফের নয়া বিতর্কে তৃণমূল নেতা মদন মিত্র
  • সোনারপুরে প্রাক্তন পরিবহনমন্ত্রীকে নিয়ে পোস্টার
  • বিভ্রান্তি ছড়াতেই এমন কাজ বলছেন মদন

এননিতেই শুভেন্দু অধিকারীকে নিয়ে ধোঁয়াশায় রয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে তাঁর নামে পড়ছে পোস্টার। শুভেন্দু অধ্যায়ের ইতি না পড়তেই মমতা মন্ত্রিসভার আরেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় রক্তচাপ বাড়িয়ে দিয়েছেন। শহরের নামা প্রান্তে তার পোস্টার নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। আর এই আবহেই ফের চর্চায় তৃণমূলের আরেক নেতা মদন মিত্র। মঙ্গলবার শীতের সকালে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে মদন মিত্রের ছবি দেওয়া পোস্টার দেখতে পান স্থানীয়রা। যা নিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

এবার প্রতীক্ষার অবসান! সপ্তাহ শেষেই রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা

 সোনারপুরের বিভিন্ন জায়গায় মদন মিত্রের ছবি দেওয়া পোস্টারে অবশ্য রয়েছে আমার দিদির সৈনিক কথাটিও। পোস্টারে রয়েছে তৃণমূলের লীয় প্রতীকও। যা কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে ঘাসফুল শিবিরকে। তবে দলের অনুমতি ছাড়া রাতের অন্ধকারে কারা এই পোস্টারগুলি লাগাল তা নিয়ে সন্দিহান স্বয়ং সোনারপুরের তৃণমূল নেতৃত্ব। দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জীবন মুখোপাধ্যায় যেমন বলেন, এগুলো কিছু দুষ্টু ছেলের কাজ৷ তাঁর যুক্তি,  বিজেপি কর্মীরাও এই কাজ করে থাকতে পারে। 

রান্নার গ্যাসের দাম আজ আবার বাড়ল! দু'সপ্তাহে মোট ১০০ টাকা

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভবানীপুরের তৃণমূল নেতা মদন মিত্রও। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই এমন কাজ করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। যদিও পোস্টার বিতর্কে নিজেদের দিকে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতি বসন্ত শেঠিয়া৷ তাঁর বক্তব্য দলের কর্মীরা পোস্টার লাগাতে হলে নিজেদের নেতাইরই লাগাবে। দলে  বিজেপি নেতার কোনও কমতি নেই৷ তিনি পাল্টা বলেন, এসব দেখেই বোঝা যাচ্ছে যে দ্রুত তৃণমূলের  দিন শেষ হয়ে আসছে৷

সম্প্রতি শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছাড়ার পড়েই মদন মিত্রের ফেসবুক পোস্ট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সেই ফেসবুকে মদন লিখেছিলেন, 'প্যাক-আপের সময়'। আর এরপরই রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয় সেই পোস্ট ঘিরে। যদিও  মুখ খুলে সেই পোস্ট নিয়ে বিতর্কিত প্রসঙ্গ উড়িয়ে দেন তিনি। দাবি করেন ওই  পোস্ট নেহাতই অন্য প্রসঙ্গে করা হয়েছিল। প্যাক-আপ বলতে তিনি দল নির্বিশেষে দ্বন্দ্বের প্যাক-আপকেই বোঝাতে চেয়েছেন বলে জানান। তবে এর আগেও মদনের তৃণমূলে এখন মেক আপ তোলার পালা,ক্যাপসুল-লিফট প্রসঙ্গ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তার পরেই মদন মিত্রকে পরিবহণকর্মীদের জন্য বিশেষ কমিটির চেয়ারম্যানের করে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।  রাজ্যের পরিবহনকর্মীরা যাতে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর মতো একগুচ্ছ সরকারি প্রকল্পের সুবিধা পান, তা দেখার জন্যই তৈরি করা হয়েছে এই বিশেষ কমিটি।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement