গত সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । তার ৪৮ ঘণ্টাও পেরোয়নি। তৃণমূল এবার তুলে নিল টলিউডের আরও এক নামজাদা অভিনেত্রীকে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই এদিন তৃণমূলভবনে আসেন সায়ন্তিকা। এর আগে বহুবার তৃণমূলের অনুষ্ঠানে দেখা গেছে সায়ন্তিকাকে। এবার আনুষ্ঠানিক ভাবেই ঘাসফুল শিবিরের পতাকা হাতে নিলেন অভিনেত্রী।
গত কয়েক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে টলিউডের রাজনীতিতে যোগদান পর্ব চলছে। গত জানুয়ারিতেই অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও পিয়া সেনগুপ্তকে দেখা যায় তৃণমূলে যোগ দিতে। এরপর বাহা, ঝিলিক-সহ একাধিক টেলিভিশন স্টারকে গত কয়েকদিনে দেখা গেছে তৃণমূলের পতাকা নিতে। তবে তৃণমূলের সবচেয়ে বড় যোগদানটা হয়েছিল সাহাগঞ্জের সভায়। সেদিন তৃণমূলনেত্রীর হাত ধরে দলীয় পতাকা নিয়েছিলেন রিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, মালানি দে, অভিনেতা কাঞ্চন মল্লিক, পরিচালক সুদেষ্ণা রায়। সেদিন শুধু টিলউড গ্ল্যামারেই আটকে ছিল না যোগদান। জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তার পর বুধবার ফের চমক দিল ঘাসফুল শিবির।
বুধবার রাজ্যের ৩ মন্ত্রী ব্রাত্য বসু, পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে নেন সায়ন্তিকা। অভিনেত্রী জানান, গত ১০ বছর হল তিনি তৃণমূলনেত্রীর সঙ্গে রয়েছেন। আগামীদিনেও থাকবেন। সায়ন্তিকার কথায়, 'দিদি আমায় যে গুরুদায়িত্ব দিয়েছেন তা যেন পালন করতে পারি।' এদিন সায়ন্তিকা ছাড়াও ব্রাত্য বসুর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন মীর্জাপুর সিটি কলেজের অধ্যক্ষ সন্দীপকুমার পালও।
তৃণমূলের পতাকা হাতে নিয়ে অভিনেত্রী বলেন, ‘‘খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না। শিখে নেব। আমাদের দিদিকে ধন্যবাদ। মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য। যে দায়িত্ব দেওয়া হবে, আমি যেন ভাল ভাবে পালন করতে পারি। তাঁর আস্থার মর্যাদা যেন রাখতে পারি। গত ১০ বছর দিদির পাশেই ছিলাম। আগামী দিনেও মানুষের সেবা করব।’’ গ্ল্যামার জগত ছেড়ে রাজনীতিতে ময়দানে আসা নিয়ে সায়ন্তিকার বক্তব্য, ‘‘এখন বাংলার মানুষের নিজের ইচ্ছে প্রকাশ করার সঠিক সময় এসেছে। সকলের কাছে আমার আবেদন, এগিয়ে এসে দিদির পাশে দাঁড়ান। বাংলা কিন্তু নিজের মেয়েকেই চায়।’’
এদিকে ভোটের মুখে সেলেব্রিটিদের নিজেদের দলে যোগ দেওয়ানোর ক্ষেত্রে পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। দিল্লিতে গিয়ে আগেই গেরুয়া পতাকা হাতে নিয়েছেন রুদ্রনীল ঘোষ। এরপর টলিউডের হালআমলের অন্যতম অভিনেতা যশ দাশগুপ্ত সহ একঝাঁক অভিনেতা-অভিনেত্রী যোগ দিয়েছেন বিজেপিতে। তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন হিরণও। গত সপ্তাহেই টলিউড অভিনেত্রী পায়েল সরকারকে দেখা গেছে বিজেপি শিবিরে যোগ দিতে। সোমবার কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষদের হাত থেকে গেরুয়া পতাকা হাতে নেন টলিউডের আরেক নামকরা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ফলে এবারের ভোট ময়দানে যুযুধান দুই শিবিরেরই গ্ল্যামারের দাপট চোখ টানবে তা বলাইবাহুল্য।