গত শুক্রবারই বাংলায় আট দফায় ভোটের কথা ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। চলতি মাসের ২৭ তারিখ থেকেই শুরু হয়ে যাবে ভোটগ্রহণ। হাতে আর বেশি সময় নেই। কে বা কারা প্রার্থী হবেন এখন তা নিয়েই জোর তৎপরতা সব শিবিরে। এখনও পর্যন্ত কোনও দলই নামের তালিকা প্রকাশ না করলেও যা পরিস্থিতি তাতে আজ-কালের মধ্যে প্রার্থীতালিকা প্রকাশ করবে সব শিবির। এই আবহে মঙ্গলবার শহরের এক পাঁচতারা হোটেলে বৈঠকে বসল রাজ্য বিজেপি নেতৃত্ব। যা খবর তাতে বৃহস্পতি বা বুধবার নিজেদের প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করতে চলেছে গেরুয়া শিবির।
গত লোকসভা ভোটে একবারেই সবার প্রথমে প্রার্থীতালিকা প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। তবে সেপথে হাঁটেনি বিজেপি। বরং একাধিক দফায় প্রকাশ করা হয়েছিল প্রার্থীদের নাম। গতবারের সাফল্যে এবার আরও আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। তাই দফায় দফায় বৈঠকে বসছে রাজ্য নেতৃত্ব। যদিও চূড়ান্ত তালিকা তৈরি করবে দিল্লি। সূত্রের খবর, আগামী ৪ মার্চ বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থীতালিকা চূড়ান্ত করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেদিনই দিল্লিতে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সদস্যরা। তারপরেই প্রথম দফার ভোটের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হতে পারে।
মঙ্গলবার প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা নিয়ে শহরের পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত বৈঠকে হাজির ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা শ্রীপ্রকাশ চৌহান, দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, অমিত মালব্য, রাহুল সিনহা, অনির্বাণ মজুমদার, রাজীব বিশ্বাসরা। এই বৈঠকের শেষে বেরিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ৪ অথবা ৫ মার্চের মধ্যে প্রথম পর্যায়ের প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার রাতে আলোচিত সম্ভাব্য প্রার্থীতালিকা দিল্লিতে পাঠানো হচ্ছে। আগামী ৭ তারিখ মোদীর ব্রিগেড জনসভা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।
নন্দীগ্রাম থেকেই লড়বেন শুভেন্দু?
তিনি এবারের নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়বেন বলে আগেই ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরুদ্ধে কে প্রার্থী হবেন? তা নিয়ে এখন জোর আলোচনা রাজ্য রাজনীতিতে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রার্থী হচ্ছেন কিনা, তা নিয়ে ক্রমে বাড়ছে চাপা উত্তেজনা। এনিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেম, নন্দীগ্রাম আসনের জন্য বিবেচনায় রয়েছে শুভেন্দু অধিকারীর নামই। তবে এই প্রার্থীতালিকা যে চূড়ান্ত নয় তাও তিনি জানিয়ে দেন। নন্দীগ্রামে ভোট আগামী ৩০ মার্চ। তাই হাতে সময় বড় কম। নন্দীগ্রাম থেকে শুভেন্দু লড়বেন কিনা তা বৃহস্পতি বা শুক্রবারের মধ্যেই স্পষ্ট করে দিতে পারে গেরুয়া শিবির।