Advertisement

West Bengal Election 2021 : জল্পনার অবসান! BJP-তে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

জল্পনার অবসান। অবশেষে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। এদিন দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে বিজেপিতে সামিল হন তিনি। গত মাসেই তৃণমূলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছিলেন দীনেশ।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Mar 2021,
  • अपडेटेड 3:14 PM IST
  • বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী
  • নাড্ডার হাত ধরে বিজেপিতে সামিল
  • গত মাসেই তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি

জল্পনার অবসান। অবশেষে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। এদিন দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে বিজেপিতে সামিল হন তিনি। গত মাসেই তৃণমূলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছিলেন দীনেশ।

অনেকদিন আগেই দল ছেড়েছিলেন দীনেশ

দল ছেড়ে তৃণমূলের বিরুদ্ধে কার্যত বিস্ফোরক ছিলেন দীনেশ। তিনি বলেছিলেন, দল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর নেই। যখন মমতা বন্দ্যোপাধ্যায় একার হাতে দল চালাতেন, তখন ভাল ছিল। যখন থেকে কর্পোরেট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হল, তখন থেকেই নানা সমস্যা শুরু হয়। বর্তমানে দলে একগুচ্ছ ইনসিকিওরড লোকে ভরে গিয়েছে। সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কান ভাঙাচ্ছে। আমি আর এসব নিতে পারছিলাম না। তাই দল ছাড়তে বাধ্য হলাম।

আরও পড়ুন, আজই বিজেপিতে যোগ দীনেশ ত্রিবেদীর? 'মোদী-শাহ বন্ধু' মন্তব্যে বাড়ছে জল্পনা

তৃণমূলকে নিশানা

এই বলেই থেমে থাকেননি প্রাক্তন রেলমন্ত্রী। তিনি জানান, যাদের হাত ধরে দল গঠন হয়েছিল তাঁরাই এখন দূরে। পার্টি করা মানেই শুধু ১০-৫টার কাজ নয়। আমি খুব আশঙ্কায় রয়েছি যে দলটি হাতের বাইরে চলে যাচ্ছে। এক সময় বদলা নয় বদলের কথা বলে মানুষের মন জয় করেছিল তৃণমূল। ক্ষমতায় আসার পর বিরোধীদের ক্ষেত্রে এই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বাড়িতে রঙের কাজ করতে গেলেও কিছু লোক বাড়িতে চলে আসছে। এরা তৃণমূলের না হলেও এদের বিষয়ে দল জানে।

বিজেপিতে দীনেশ

দল ছাড়ার পরে দীনেশ বলেছেন, তাঁর অন্তরাত্মার ডাক। সে কারণেই তৃণমূল ছাড়লেন তিনি। ইন্ডিয়া টুডে-র কনক্লেভে বাবুল সুপ্রিয়, দীনেশ ত্রিবেদীকে সরাসরি বিজেপিতে আহ্বান জানান। বলেন, দিনেশ ত্রিবেদী একজন ভালো অলরাউন্ডার। প্রসঙ্গত গতকালই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তাতে প্রচুর তৃণমূল নেতার মধ্যে ক্ষোভের দানা বেঁধেছে। এমন অবস্থায় দীনেশ ত্রিবেদী এদিন যোগ দিলেন বিজেপিতে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement