Advertisement

'আধুনিক চিকিৎসায় উনি দুদিনেই হাঁটতে পারতেন,' মমতার চোট প্রসঙ্গে সূর্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট প্রসঙ্গে মন্তব্য করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বললেন, আধুনিক চিকিৎসা হলে উনি দুই দিনেই চলাফেরা করতে পারতেন।  নন্দীগ্রামে ২ ঘন্টা ধরে হুইলচেয়ারে বসে যে ভাবমূর্তি তৈরি করেছে, এটা প্রমাণ করে আপনি বিজেপিকে মোকাবেলা করতে পারবেন না। এদিন সভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করেন অধীর চৌধুরীও।

সূর্যকান্ত মিশ্র। ফাইল ছবি
জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 05 Apr 2021,
  • अपडेटेड 8:42 PM IST
  • আধুনিক চিকিৎসায় দুদিনেই হাঁটতে পারত
  • মমতার চোট প্রসঙ্গে সূর্য
  • একের পর এক নিশানা

মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট প্রসঙ্গে মন্তব্য করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বললেন, আধুনিক চিকিৎসা হলে উনি দুই দিনেই চলাফেরা করতে পারতেন।  নন্দীগ্রামে ২ ঘন্টা ধরে হুইলচেয়ারে বসে যে ভাবমূর্তি তৈরি করেছে, এটা প্রমাণ করে আপনি বিজেপিকে মোকাবেলা করতে পারবেন না। এদিন সভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করেন অধীর চৌধুরীও।

কী বললেন সূর্যকান্ত মিশ্র

সূর্যকান্ত মিশ্র বলেন, কারা ওনার চিকিৎসা করছেন বলতে পারবো না। তবে একজন চিকিৎসক হিসাবে আমি বলতে পারি,  আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আপনাকে দুদিনে পায়ে হাঁটাতে পারতো। একইসঙ্গে এদিন জনসভা থেকে সূর্যকান্ত মিশ্র মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে ২ ঘন্টা ধরে হুইলচেয়ারে  বসে যে ভাবমূর্তি তৈরি করেছে, এটা প্রমাণ করে আপনি বিজেপিকে মোকাবেলা করতে পারবেন না। যারা বিজেপিকে মোকাবেলা করাতে চান তারা আসুন সংযুক্ত মোর্চার হাত ধরুন।

আরও পড়ুন, মাঝ রাস্তায় প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী! বেলেঘাটা ID-র 'প্রশংসা' করে মমতাকে ব্যবস্থা নিতে ট্যুইট সূর্যকান্তর

অন্যদিকে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করেন প্রধানমন্ত্রী মোদীকে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্য সরকারি টাকায় বিমান কেনা হয়েছিল। সেই বিমান এবং সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে নির্বাচনের কাজে ব্যবহার করছে প্রধানমন্ত্রী। সেই সঙ্গে একাধিক ইস্যুতে তিনি নিশানা করেন রাজ্য সরকারকে। 

একের পর এক নিশানা

প্রসঙ্গত, নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে চোট পান মমতা। তৃণমূলের তরফে অভিযোগ, ইচ্ছাকৃত ভাবেই হামলা করে হয়েছে মুখ্যমন্ত্রীর উপরে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নই। বর্তমানে হুইলচেয়ারেই সভা করেন মমতা। তবে মমতার এই চোটের পিছনে বিজেপির হাত রয়েছে। এমনটাই মাঝেমধ্যে অভিযোগ করেছে তৃণমূল। এবার এই চোট প্রসঙ্গে সিপিএম নেতা বললেন, ঠিকমতো চিকিৎসা হলে উনি দ্রুত চলাফেরা করতে পারতেন। এদিন এই চোট প্রসঙ্গেই মমতা বলেন, একটা পা আমার ওরা ভেঙেছে তো কী হয়েছে। মা বোনেদের দুটো পা আছে। এক পা'তেই আমি বাংলা জয় করব। দুটি পায়ে দিল্লি দখল করব। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement