Advertisement

West Bengal Election Phase 6 Voting: বৃহস্পতিবার ষষ্ঠ দফার নির্বাচন, কখন-কোথায় ভোট? জানুন বিস্তারিত

West Bengal Election Phase 6 Voting: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফার নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ভাগ্য নির্ধারন হতে চলেছে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। মোট ৪টি জেলায় হবে এই নির্বাচন পর্ব। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এবং গোটা উত্তর দিনাজপুর জেলা ৪৩ আসনে ভোট গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার ষষ্ঠ দফার নির্বাচন রাজ্যে। প্রতীকী ছবি-আজ তক
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 21 Apr 2021,
  • अपडेटेड 6:52 PM IST
  • বৃহস্পতিবার ষষ্ঠ দফার নির্বাচন
  • কখন-কোথায় ভোট?
  • জানুন বিস্তারিত তথ্য

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফার নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ভাগ্য নির্ধারন হতে চলেছে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। মোট ৫টি জেলায় হবে এই নির্বাচন পর্ব। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এবং দুই দিনাজপুর জেলা ৪৩ আসনে ভোট গ্রহণ করা হবে। ষষ্ঠ দফার নির্বাচনে বাকি দফাগুলির মতো প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে প্রতিটি বুথ চত্বরে থাকবে রাজ্য পুলিশের লাঠিধারী কর্মীও। এবার এক নজরে জেনে নিন এই গুরুত্বপূর্ণ ষষ্ঠ দফার ভোট সম্পর্কিত জরুরি সব তথ্য।

কখন ভোট এবং কেমন নিরাপত্তা

নির্বাচন প্রক্রিয়া শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে ৬টা পর্যন্ত। কোভিড বিধি মেনেই নির্বাচন প্রক্রিয়া চলবে প্রতিটি বুথেই। ষষ্ঠ দফার নির্বাচনে বাহিনী মোতায়েন নিয়ে কঠোর কমিশন। বৃহস্পতিবার মোট ৫টি জেলা মিলিয়ে ৪৩টি আসনে নির্বাচন হতে চলেছে। কমিশন সূত্রে খবর, মোট ৭৮৩ কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে ষষ্ঠা দফায়। শীতলকুচির ঘটনার পরে আরও কড়া নির্বাচন কমিশন। বুথের বাইরে অবাঞ্ছিত জমায়েত থাকলে  ছত্রভঙ্গ করা নয়, সিআরপিসি ১৫১ ধারা অনুযায়ী জমায়েতকারীদের গ্রেফতার করা হবে।

আরও পড়ুন, ষষ্ঠ দফার ৬৬ প্রার্থী কোটিপতি, ফৌজদারি মামলায় এগিয়ে বিজেপি

কোন কোন কেন্দ্রে নির্বাচন

চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার, করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।

কোথায় কত বাহিনী ও কত বুথ

  • আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১৪ কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে। এই জেলায় বুথ সংখ্যা ২২৭টি। 
  • বনগাঁ পুলিশ জেলায় ৭১ কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে। এই জেলায় বুথ সংখ্যা ১,২৪৭টি। 
  • বারাসত পুলিশ জেলায় মোতায়েন থাকছে ৬০ কোম্পানি বাহিনী। এখানে মোট বুথ সংখ্যা ১,১৪৮টি। 
  • ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে মোতায়েন হচ্ছে ১০৭ কোম্পানি বাহিনী। বুথ সংখ্যা ২,৩৮১। 
  • বসিরহাট পুলিশ জেলায় মোতায়েন হচ্ছে ৪০ কোম্পানি বাহিনী। বুথ সংখ্যা ৬৭৮। 
  • বিধাননগর পুলিশ কমিশনারেটে মোতায়েন হচ্ছে ৩ কোম্পানি বাহিনী। বুথ সংখ্যা ১,০১৪। 
  • দক্ষিণ দিনাজপুর জেলায় মোতায়েন হচ্ছে ২ কোম্পানি বাহিনী। বুথ সংখ্যা ১০টি। 
  • ইসলামপুর পুলিশ জেলায় মোতায়েন হচ্ছে ৮৩ কোম্পানি বাহিনী। এই জেলায় বুথ সংখ্যা ১,৪০৬টি। 
  • কৃষ্ণনগর পুলিশ জেলায় থাকছে ১৬৩ কোম্পানি বাহিনী। বুথ সংখ্যা ৩,০৭১। 
  • পূর্ব বর্ধমান জেলায় থাকছে ১৪৩ কোম্পানি বাহিনী। বুথ সংখ্যা ২,৬০৪। 
  • রানিগঞ্জ পুলিশ জেলায় থাকছে ৯৭ কোম্পানি বাহিনী। বুথ সংখ্যা ১,৬৬০টি। 

হেভিওয়েট প্রার্থীরা

বিজেপি- রাহুল সিনহা, সুব্রত ঠাকুর, শুভ্রাংশু রায়, মুকুল রায়, শীলভদ্র দত্ত
সংযুক্ত মোর্চা- তন্ময় ভট্টচার্য, মোহিত সেনগুপ্ত, দেবজ্যোতি দাস
তৃণমূল-জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, স্বপন দেবনাথ, উজ্জ্বল বিশ্বাস, কানাইয়ালাল আগরওয়াল

Advertisement

ফৌজদারি মামলা

ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ষষ্ঠ দফায় ভোটে লড়ছেন মোট ৪৩ জন বিজেপি প্রার্থী, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধেই নানা ধারায় ফৌজদারি মামলা চলছে।  তৃণমূলের ২৪ জন প্রার্থীর বিরুদ্ধেও অবশ্য ফৌজদারি মামলা রয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, ষষ্ঠ দফায় ভোটে লড়ছেন সিপিএমের মোট ২৩ প্রার্থী, যার মধ্যে ১৪ জনের বিরুদ্ধেই নানা ধারায় ফৌজদারি মামলা চলছে। জানা গিয়েছে, ষষ্ঠ দফায় মোট ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে আর একজনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা। যদিও এই প্রার্থীরা কোন দলের, তা উল্লেখ করা হয়নি এই রিপোর্টে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement