scorecardresearch
 

Bengal Election 2021: ষষ্ঠ দফার ৬৬ প্রার্থী কোটিপতি, ফৌজদারি মামলায় এগিয়ে বিজেপি

ষষ্ঠ দফায় মোট ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৬৬ জনই কোটিপতি! অর্থাৎ, ষষ্ঠ দফার মোট প্রার্থীর ২২ শতাংশই কোটিপতি। কোটিপতি প্রার্থী বা সম্পত্তি বৃদ্ধির নিরিখে যেমন এগিয়ে রয়েছেন বেশির ভাগ তৃণমূল প্রার্থীরা, তেমনই ফৌজদারি মামলার বিচারে এগিয়ে বিজেপি প্রার্থীরাই!

Advertisement
Bengal Election 2021: ষষ্ঠ দফার ৬৬ প্রার্থী কোটিপতি, ফৌজদারি মামলায় এগিয়ে বিজেপি! Bengal Election 2021: ষষ্ঠ দফার ৬৬ প্রার্থী কোটিপতি, ফৌজদারি মামলায় এগিয়ে বিজেপি!
হাইলাইটস
  • ষষ্ঠ দফায় মোট ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৬৬ জনই কোটিপতি!
  • কোটিপতি প্রার্থী বা সম্পত্তি বৃদ্ধির নিরিখে এগিয়ে রয়েছেন বেশির ভাগ তৃণমূল প্রার্থীরা!
  • ফৌজদারি মামলার বিচারে এগিয়ে বিজেপি প্রার্থীরাই!

বাংলায় বিধানসভা নির্বাচনের আট দফার মধ্যে পাঁচ দফার ভোট পর্ব হয়ে গিয়েছে। নির্বাচনের ষষ্ঠ দফাতেও প্রার্থীদের মধ্যে কোটিপতিদের ছড়াছড়ি! ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ষষ্ঠ দফায় মোট ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৬৬ জন প্রার্থী তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির নিরিখে কোটিপতি! অর্থাৎ, ষষ্ঠ দফার মোট প্রার্থীর ২২ শতাংশই কোটিপতি।

ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ষষ্ঠ দফায় মোট ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৫ কোটি বা তারও বেশি স্থাবর, অস্থাবর সম্পত্তি রয়েছে এমন প্রার্থীর সংখ্যা ১০। এই ৬৬ জন কোটিপতি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে উত্তর দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারের। তাঁর মোট স্থাবর, অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৮ কোটি ৫৪ লক্ষ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তর দিনাজপুরের করণদিঘির নির্দল প্রার্থী বিনয় কুমার দাস। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২ কোটি ৩৪ লক্ষ টাকা। বিনয় কুমার দাসের পুরোটাই স্থাবর সম্পত্তি হিসেবে দেখানো হয়েছে। মোট সম্পত্তির নিরিখে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বিজেপি প্রার্থী অমিত কুমার কুণ্ডু। অমিতবাবুর মোট স্থাবর, অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ কোটি ৯ লক্ষ টাকা।

বাৎসরিক মোট আয়ের নিরিখে প্রথম স্থানে রয়েছেন বারাকপুরের তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। পরিচালকের নিজের বাৎসরিক আয় ৫৪ লক্ষ ২৭ হাজার টাকা হলেও তাঁর অভিনেত্রী স্ত্রীর আয়ের সঙ্গে জুড়ে মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ৭১ লক্ষ টাকা।

বিগত পাঁচ বছরে কার কত সম্পত্তি বেড়েছে বা কমেছে, সে তথ্যও উঠে এসেছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ-এর প্রকাশিত রিপোর্টে। নদীয়ার চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমানের গতবারের ভোটে মোট সম্পত্তি ছিল ২ লক্ষ ৭৩ হাজার টাকার। এ বারের হলফনামা অনুযায়ী তাঁর স্থাবর, অস্থাবর সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ৩৪ লক্ষ ২৫ হাজার টাকা। উল্টোদিকে নদীয়ার নবদ্বীপের তৃণমূল বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার গত বিধানসভা ভোটের আগের হলফনামা অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৭৫ হাজার টাকার যা পাঁচ বছর পর কমে হয়েছে ৪৫ হাজার টাকা।

Advertisement
Bengal Election 2021

উত্তর দিনাজপুরের গোয়াল পোখরের তৃণমূল বিধায়ক গোলাম রব্বানির স্থাবর, অস্থাবর সম্পত্তির পরিমাণ গত পাঁচ বছরে ২৩ লক্ষ ৬৫ হাজার টাকা থেকে বেড়ে ১ কোটি ২১ লক্ষ টাকা হয়ে গিয়েছে। এ দিকে বিগত পাঁচ বছরে সম্পদের পরিমাণ কমেছে দুই কোটিপতি বিধায়কের। তাঁদের মধ্যে একজন হলেন সুনীল সিং। গতবারের নির্বাচনে নিজের ২ কোটি ৫৬ লক্ষ টাকার সম্পদ দেখিয়েছিলেন সে বারের তৃণমূল প্রার্থী সুনীল সিং। এ বার তিনি বিজেপির টিকিটে লড়ছেন। এ বার হলফনামায় তাঁর মোট সম্পদের পরিমাণ ২ কোটি ৩ লক্ষ টাকা। পাশাপাশি, ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবনকুমার সিংয়ের পাঁচ বছর আগে ৫ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ ছিল। এ বার হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ৪ কোটি ৫৫ লক্ষ টাকা।

কোটিপতি প্রার্থী বা সম্পত্তি বৃদ্ধির নিরিখে যেমন এগিয়ে রয়েছেন বেশির ভাগ তৃণমূল প্রার্থীরা, তেমনই ফৌজদারি মামলার বিচারে এগিয়ে বিজেপি প্রার্থীরাই! ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ষষ্ঠ দফায় ভোটে লড়ছেন মোট ৪৩ জন বিজেপি প্রার্থী, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধেই নানা ধারায় ফৌজদারি মামলা চলছে। পঞ্চম দফাতেও ফৌজদারি মামলার বিচারে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থীরাই! তৃণমূলের ২৪ জন প্রার্থীর বিরুদ্ধেও অবশ্য ফৌজদারি মামলা রয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, ষষ্ঠ দফায় ভোটে লড়ছেন সিপিএমের মোট ২৩ প্রার্থী, যার মধ্যে ১৪ জনের বিরুদ্ধেই নানা ধারায় ফৌজদারি মামলা চলছে। জানা গিয়েছে, ষষ্ঠ দফায় মোট ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে আর একজনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা। যদিও এই প্রার্থীরা কোন দলের, তা উল্লেখ করা হয়নি এই রিপোর্টে।
 

Advertisement