মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিয়েছেন। আর একেবারে নি:শর্তে। দাবি করলেন সুস্মিতা দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধিকে একসঙ্গে দেখতে চান তিনি। সোমবারই তৃণমূলে যোগ দেন তিনি। এরপর মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান।
রাজ্য.সভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে দিল্লির সাংবাদিক বৈঠকে সুস্মিতা জানান, ১৫ অগাস্ট তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। চিঠি লেখেন সোনিয়া গান্ধিকে। কেন তৃণমূলে যোগ দিলেন? এই প্রসঙ্গে প্রাক্তন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমার আদর্শ। তাই দলে তৃণমূলে যোগ দিয়েছি।'
তাঁর আরও সংযোজন, 'আমার লক্ষ্য মমতাদির হাত ধরে এই দলকে আরও শক্তিশালী বানানো। সেই কাজ আমি পারব বলেই মনে হয়। কারণ, আমি সংগঠন থেকে উঠে আসা মানুষ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি আস্থাবান।'
সোনিয়া গান্ধির সঙ্গে জোটের বিষয়েও আশা প্রকাশ করেন সুস্মিতা। বলেন, 'আমি আশা রাখি, সোনিয়া গান্ধি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে থাকবেন।' মাত্র ২৪ ঘণ্টা আগে তৃণমূলে যোগ দিলেও তিনি ইতিমধ্যেই দলের কাজ শুরু করে দিয়েছেন বলেও দাবি করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধি- এই দুজনের মধ্যে কে বেশি দক্ষ? এই প্রশ্নের উত্তরে সুস্মিতা জানান, দুই জনের মধ্যে কোনওভাবেই তুলনা করা ঠিক হবে না। বরং তাঁদের একসঙ্গে তিনি দেখতে চান বলে জানান।
সুস্মিতার কথায়, 'অভিষেক ও রাহুল যখন একসঙ্গে কাজ করবে তখনই হবে আসল ম্যাজিক।' তাঁর বক্তব্য থেকে পরিষ্কার, ২৪ এর লোকসভা ভোটের আগে জোট চাইছেন তিনি।
সুস্মিতা আরও বলেন, প্রত্যেক মানুষের জীবনে ওঠানামা থাকে। আমার জীবনেও রয়েছে। এতদিন কংগ্রেসে ছিলেন। এখন তৃণমূলকেই তাঁর সবথেকে ভালো মঞ্চ বলে মনে হয়েছে বলে যোগ দিয়েছেন।