Advertisement

পশ্চিমবঙ্গ

'খেলা হবে'-র ফুটবল ম্যাচে মাঠেই অসুস্থ বৃদ্ধ, পরে মৃত্যু

দীপক দেবনাথ
  • উত্তর ২৪ পরগনা ,
  • 17 Aug 2021,
  • Updated 4:30 PM IST
  • 1/6

সোমবার ছিল তৃণমূলের 'খেলা হবে' দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটবল খেলে দিনটি পালন করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। শহর কলকাতা -সহ জেলায় জেলায় 'খেলা হবে' পালিত হয়েছে। আর সেই 'খেলা হবে'-র ম্যাচ চলাকালীন ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। 

  • 2/6

মাঠে খেলতে নেমে অসুস্থ হয়ে পড়লেন বৃ্দ্ধ। তারপর হাসপাতালে মারা গেলেন। ঘটনা অশোকনগরের সাতঘর শীতলা মন্দির এলাকার। বৃ্দ্ধের নাম ক্ষিতীশ রঞ্জন সরকার(৬০)। 

  • 3/6

সোমবার বিকালে অশোকনগর কল্যাণগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে উন্নয়ন পরিষদ প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে 'খেলা হবে' দিবস উপলক্ষ্যে জুনিয়র ও সিনিয়রদের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। 

  • 4/6

সেই খেলায় অংশ নিয়েছিলেন ক্ষিতীশ রঞ্জন সরকার। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ায় আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মাঠের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

  • 5/6

মৃত ব্যক্তির ছেলে বলেন, 'বাব ফুটবল খেলছিল। প্রথমার্ধের পর বাবা গ্ুলকন-ডি খাই। আর তা গলায় আটকে অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।' মৃতের পরিবারের আরও দাবি, ক্ষিতীশবাবু তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বর্তমানে কোনও কাজ করতেন না। তৃণমূলের পার্টি অফিসে যাওয়া আসা ছিল। 

  • 6/6

প্রসঙ্গত, 'খেলা হবে' দিবসে জেলায় জেলায় ফুটবল ম্যাচের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। কোনও কোনও জায়গায় মহিলারাও এই ফুটবল খেলেন। রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement