Advertisement

কলকাতা

টিএমছিঃ থেকে আত্মসম্মানহীন মহিলা'- মমতাকে যা যা বলেছিলেন বাবুল

সৌমেন কর্মকার
  • কলকাতা,
  • 20 Sep 2021,
  • Updated 5:22 PM IST
  • 1/8

BJP ত্যাগ করে বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের 'সৈনিক'। শনিবার তৃণমূলে যোগ দেন তিনি। তারপর রবিবার সাংবাদিক বৈঠক করেন। এরপর সোমবার সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 

  • 2/8

সাক্ষাতের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন তিনি। বলেন, 'আমি আপ্লুত।' রবিবার বাবুল সুপ্রিয় একথাও জানিয়েছিলেন, তিনি জনপ্রিয়তম মানুষ হিসেবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।' 
 

  • 3/8

অথচ এই বাবুল সুপ্রিয়ই BJP-তে থাকাকালীন বিভিন্ন ইস্যুতে বাছা বাছা বিশেষণে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কী কী বলেছিলেন তিনি? দেখব একনজরে। 

  • 4/8

একুশের ভোটে বঙ্গ বিজেপির হয়ে প্রচারে নিজের ছবির ডায়ালগ ব্যবহার করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই কারণে তাঁকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। তা নিয়ে মমতাকে আক্রমণ করেছিলেন বাবুল। 

  • 5/8

বলেছিলেন, 'বিধায়ক না হয়ে ভোটে BJP-র কাছে পরাস্ত হয়ে যিনি মুখ্যমন্ত্রী পদে বসে পড়ার 'আত্মসম্মান-হীনতা' দেখতে পারেন, তিনিই বোধহয় পারেন দলমত নির্বিশেষে যিনি বাংলার ভালোবাসার মানুষ, শিল্পী হিসেবে সবার শ্রদ্ধা ও স্নেহের মানুষ, সেই মিঠুনদাকে ডেকে হেনস্থা করতে।' 

  • 6/8

বিধানসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদীর মতোই 'দিদি ও দিদি, ও দিদি' বলেও মমতাকে কটাক্ষ করেছিলেন বাবুল।  মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজনিস সামিটকেও কটাক্ষ করেছিলেন আসানসোলের সাংসদ। 

  • 7/8

 "ফুটবে এবার পদ্মফুল, বাংলা ছাড় তৃণমূল" -এই গানটিও করেছিলেন বাবুল সুপ্রিয়। আবার একুশের বিধানসভা ভোটের আগে আজকের TMC-র বাবুলই বলেছিলেন, 'নিম্ন রুচির কথা যদি বাংলার মুখ্যমন্ত্রী বলেন, তবে বাংলার মতো সংস্কৃতিপ্রবণ একটা রাজ্যে ওঁর মুখ্যমন্ত্রী থাকার দরকার নেই।' 

  • 8/8

 আবার ২০২০ সালে বাবুলের BJP ত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়। সেই সময় বাবুল তৃণমূল কংগ্রেসকে 'টিএমছিঃ' বলেন। 

Advertisement
Advertisement