Advertisement

ইউটিলিটি

বাংলা-অসমের কোন কোন তীর্থ জুড়ল ট্রেনে? তালিকা দিলেন মোদী

Aajtak Bangla
Aajtak Bangla
  • মালদা,
  • 17 Jan 2026,
  • Updated 4:26 PM IST
  • 1/6

রবিবার মালদা থেকে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ট্রেনটি উদ্বোধন করার পাশাপাশি মালদা থেকে ৩২৫০ কোটি টাকার প্রকল্পেরও উদ্বোধন করলেন নমো। পাশাপাশি, বাংলা থেকে আরও ৪টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

  • 2/6

যাঁরা বাংলা এবং পূর্ব ভারতে বেড়াতে যাওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসেন। যাঁরা গঙ্গাসাগর, দক্ষিণেশ্বর এবং কালীঘাট দর্শনে আসবেন, তাঁদের সফর আরও মনোরম করে তুলবে বাংলার এই ৪ নয়া অমৃত ভারত এক্সপ্রেস। সরকারি সভামঞ্চ থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
 

  • 3/6

নরেন্দ্র মোদী জানান, নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রীদের দূরপাল্লার যাত্রাকে আরও আরামদায়ক করে তুলবে। বিকশিত ভারতের ট্রেন এমনই হওয়া উচিত। এই ট্রেনটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভারতীয় টেকনোলজি ব্যবহার করে। এটি 'মেড ইন ইন্ডিয়া'-র অন্যতম নজির।
 

  • 4/6

পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, "দেশের প্রথম এই স্লিপার ট্রেন মা কালীর মাটিকে মা কামাখ্যার ভূমির সঙ্গে জুড়তে চলেছে।" অর্থাৎ কলকাতার দক্ষিণেশ্বর, কালীঘাটের সঙ্গে জুড়তে চলেছে কামাখ্যার মন্দির। আগামী দিনে এই ট্রেন সারা দেশে চালানো হবে বলেও আশ্বাস দিয়েছেন PM মোদী। 
 

  • 5/6

মোদী বলেন, "এই উদ্যোগে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর কথায়, দীর্ঘ দূরত্বের রেল যাত্রাকে আরও উন্নত ও আধুনিক করার জন্য এটি একটি বড় পদক্ষেপ। পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একাধিক অমৃত ভারত ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। তাঁর বক্তব্য, নতুন এই ট্রেন পরিষেবাগুলির ফলে রেল যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ, সাশ্রয়ী এবং দ্রুত হবে।"
 

  • 6/6

এদিন মোদী দাবি করেন, "আজ ভারতের ট্রেন আধুনিক হওয়ার সঙ্গে আত্মনির্ভরও হচ্ছে। ভারতের টেকনোলজির পরিচয় তৈরি হচ্ছে। আমেরিকা ও ইউরোপের থেকে বেশি লোকোমোটিভ বানাচ্ছে ভারত। মেট্রো আর প্যাসেঞ্জার ট্রেনের কোচ রফতানি করে ভারত।"

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement