বাংলাদেশে হিংসার ঘটনা নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে টুঁ শব্দটিও কেন করছেন না? এই প্রশ্ন করলেন দিলীপ ঘোষ।
এই নিয়ে তিনি বলেন, 'এই রাজ্যের সরকারের কোনও ভূমিকা নেই। অথচ বাংলাদেশে বাঙালিরা অত্যাচারিত। তারা কষ্ট পাচ্ছে। কিন্তু, চুপ করে আছেন মুখ্যমন্ত্রী।'
দিলীপ ঘোষের আক্রমণ, 'আসলে ওরা শুধু ক্ষমতায় থাকতে চায়। এছাড়া কোনও লক্ষ্য নেই। এরকম মানসিকতা থাকলে ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।'
রাজ্যের মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করতে পারেন বলেও মত প্রকাশ করেন দিলীপ ঘোষ। বলেন, 'এখানে বাঙালিদের মালিক হয়ে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত।'
'মমতা বন্দ্যোপাধ্যায় সেখ হাসিনাকে একবার অন্তত বলতে পারেন যে, বাঙালিদের হত্যা করা হচ্ছে। এটা যেন তিনি দেখেন। এর জন্য তো কোনও রাজনীতি লাগে না। কোনও অনুমতি প্রয়োজন হয় না।'
প্রসঙ্গত, মঙ্গলবার তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'-য় তৃণমূল অভিযোগ করেছিল, প্রধানমন্ত্রী মোদী কেন নিষ্ক্রিয় বাংলাদেশে হামলা নিয়ে?