Advertisement

কলকাতা

এবার জগদ্ধাত্রী পুজোতেও বেলুড় মঠে সাধারণ মানুষের 'নো এন্ট্রি'

Aajtak Bangla
  • 19 Nov 2020,
  • Updated 3:43 PM IST
  • 1/5

করোনা অতিমারীর কারণে এবছর বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন ও সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় জনসাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। সকল দর্শনার্থীকে অনলাইনে পুজো দেখার অনুরোধ জানান হয়েছে। 

  • 2/5

দীর্ঘ ৭৫ বছরের এই পুজো এবার হবে মা সারদার প্রার্থনা কক্ষে। নব্বইয়ের দশক পর্যন্ত এই কক্ষেই হত পুজো। তারপর থেকে প্রার্থনা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে পুজো স্থানান্তরিত হয়। 
 

  • 3/5

এবছর করোনা পরিস্থিতিতে ফের প্রার্থনা কক্ষেই হবে জগদ্ধাত্রী পুজো। তবে পুজোর সরাসরি সম্প্রচার হবে সারদাপীঠ ও বেলুড়মঠের নিজস্ব ওয়েবসাইটে। 
 

  • 4/5

সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা মিলেই করবেন এই পুজো। ২২ নভেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যারতির পরে জগদ্ধাত্রী পুজোর অধিবাস হবে। ২৩ নভেম্বর সারা দিন চলবে অধিবাস। 
 

  • 5/5

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সাবধানতা অবলম্বন করছে মিশন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এবছর দুর্গাপুজোতেও সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল বেলুড় মঠে। 

Advertisement
Advertisement